কলকাতা টুডে ব্যুরো:যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।বোমা বর্ষণের সতর্কতা দেশ জুড়ে। নাগরিকদের নিরাপদ আশ্রয়স্থলে পালানোর আর্জি ইউক্রেন সরকারের।
জিএমটির সময়ে সকাল ৬টা থেকে মোট সাড়ে পাঁচ ঘণ্টার জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়া। যুদ্ধ ক্ষেত্রে আটকে পড়া সাধারণ মানুষ ও বিদেশি পড়ুয়াদের নিরাপদ স্থানে নিয়ে যেতে করিডোর তৈরি করে দিতেই এই যুদ্ধ বিরতির ঘোষণা করা হয়েছে রাশিয়ার তরফে। এর আগে ইউক্রেনের কর্তাদের সঙ্গে আলোচনায় বসে উভয় পক্ষই ‘মানবিক করিডোর’ তৈরির বিষয়ে সহমত পোষণ করেছিল। এই আবহে এবার পূর্ব ইউক্রেনে অবস্থিত কৃষ্ণ সাগরের তীরের এই বন্দশহরে যুদ্ধ বিরতির ঘোষণা রাশিয়ার।
এদিকে এর আগে মারিউপোলের মেয়র জানিয়েছিলেন, রুশ সেনা ইউক্রেনের কৌশলগত এই বন্দর শহরটিকে অবরুদ্ধ করেছে। এই বন্দর শহরটির জনসংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ। শহরটিতে গত কয়েকদিন ধরেই লাগাতার শেলিং চালিয়েছে রুশ বাহিনী। এর জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। বহু সাধারণ নাগরিক জখম হয়েছিলেন। পাশাপাশি শীতের জেরেও অনেকে কষ্ট পাচ্ছিলেন। পানীয় জলের অভাব দেখা দেয়। খাবার নেই। বিদ্যুৎ ছাড়াই কোনওভাবে নগরবাসী বেঁচে এই শহরে। এই পরিস্থিতিতে বারংবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে।