Justice Abhijit Gangopadhyay : গত দেড়মাসে বিধাননগর পুরসভা এবং বালি পুরসভার কয়েকটি বাড়ি ভাঙার নির্দেশে দিয়েছিল হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই একটি নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘‘আমার বাড়িও হাওড়ায়, সেই বাড়ি বেআইনি হলে সেটিও ভেঙে দেওয়া হোক।’’ তার ২৪ ঘণ্টা পরেই হাই কোর্টের আর এক বিচারপতি অমৃতা সিংহও একই নির্দেশ দিলেন। শুধু তা-ই নয়, বিচারপতি সিংহ নির্দেশ দিয়েছেন, বাড়িটি ভেঙে ফেলার জন্য যত পুলিশ প্রয়োজন, তত পুলিশ নিয়ে যেতে হবে বাড়িটি ভাঙতে। যাতে কোনও ভাবেই কাজে বাধা না পড়ে।
কলকাতা পুরসভা এলাকার সেই বাড়িটি একবালপুর এলাকার ৭৭ নম্বর ওয়ার্ডের। বিচারপতি সিংহের নির্দেশ অনুযায়ী, ‘‘১৮ ডিসেম্বরের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভাঙতে হবে। যত পুলিশ প্রয়োজন, তত পুলিশ নিয়ে নিয়ে যেতে হবে ওই নির্মাণ ভাঙতে। প্রয়োজনীয় বাহিনী দিতে হবে বন্দর এলাকার ডিসিকে।’’
বৃহস্পতিবার একই ধরনের নির্দেশ দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ও। লিলুয়ার একটি বাড়ি ভাঙার মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’’ একই সঙ্গে নির্মাণটি ভাঙার নির্দেশও দেন বালি পুরসভাকে। ২৯৫ স্কোয়ার মিটারের ওই বেআইনি নির্মাণ ২৯ নভেম্বরের মধ্যে ভেঙে ফেলার কাজে যদি কেও বাঁধা দেয় তাকে গ্রেফতার করবে লিলুয়া থানার পুলিশ।