Home Video ‘রাজ্য সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে,’ উত্তরবঙ্গে বললেন শুভেন্দু

‘রাজ্য সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে,’ উত্তরবঙ্গে বললেন শুভেন্দু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ‘‌ডবল ইঞ্জিন’‌ নয়, ‘‌ট্রিপিল ইঞ্জিন’‌ চাই। উত্তরবঙ্গের সাংবাদিক বৈঠক করে এ মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুভেন্দু শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”রাজ্য সরকার টাকা দিতে পারবে না। রাজ্য সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে কোনও ফান্ড দেওয়া হয়নি। একেবারে শূন্য হয়ে গিয়েছে রাজ্য সরকার। শিলিগুড়ির উন্নয়ন আমাদের সাংসদ, বিধায়করা করতে পারেন। সরাসরি কেন্দ্রীয় সরকারের থেকে আমরা ফান্ড আনতে পারি”।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০,মৃত্যু ৩২ জনের

শুভেন্দুবাবু জানান,” শিলিগুড়ি পুরনিগম তৃণমূলের হাতে তুলে দিলে কিছু পাওয়ার আশা করবেন না। শিলিগুড়ির উন্নয়ন যদি করতে পারে, কেন্দ্রীয় সরকারই করতে পারে। রাজ্যের বিরোধী দলনেতার মতে, শুধু সাংসদ, বিধায়ক নয়, এবার শিলিগুড়িতে বিজেপির পুর প্রতিনিধিও চাই যাতে শিলিগুড়িতে কেন্দ্রের দেওয়া ফান্ড বেশি করে আনা যায়।”

Topics

Suvendu Adhikary BJP  TMC Administration kolkata

Related Articles