Home NEWSCURRENT UPDATE লোকসভা ভোটের আগেই অর্ডিন্যান্স লাগু করলো কেন্দ্র

লোকসভা ভোটের আগেই অর্ডিন্যান্স লাগু করলো কেন্দ্র

by Web Desk

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) আজ রাতের মধ্যেই কার্যকর হতে পারে। সূত্রের খবর সোমবার রাত ১০টায় মোদী সরকার তার তরফ থেকে একটি অর্ডিন্যান্স জারি করতে পারে। অন্য একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এ বিষয়ে ঘোষণা করতে পারেন। শাসক দলের একাধিক নেতা এর আগে দাবি করেছিলেন যে খুব শীঘ্রই দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রণয়ন করা হবে। এই দাবি নিয়ে আজ বিবৃতি দিতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কয়েক মাস আগে, অমিত শাহ বলেছিলেন যে (সিএএ) দেশের জন্য অপরিহার্য এবং এটি অবশ্যই কার্যকর করা উচিত।

তাই এই আইন আনা হবে এবং তা কার্যকরও করা হবে

এটা লক্ষণীয় যে মোদি সরকার ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাস করিয়েছিলেন, যার লক্ষ্য ছিল বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে নিপীড়নের শিকার ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়া। প্রসঙ্গত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সারা দেশের বিভিন্ন আদালতে একাধিক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ১৮ই ডিসেম্বর, ২০১৯-এ সিএএ-এর বিরুদ্ধে প্রথম শুনানি সুপ্রিম কোর্টে শুরু হয়। একই বছরের ১১ই ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। তবে বিলটি ২০২০ সালের জানুয়ারিতে আইনে পরিণত হয়েছিল। এখন জানা যাচ্ছে যে এটি সোমবারের মধ্যে কার্যকর হতে চলেছে।

Related Articles

Leave a Comment