Home NEWSCITY TALKS ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা কিন্তু রামচন্দ্রের কোন মূর্তি রাখা হবে তা নিয়ে এখনও জল্পনা

২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা কিন্তু রামচন্দ্রের কোন মূর্তি রাখা হবে তা নিয়ে এখনও জল্পনা

by Web Desk
consecration of the Ram Mandir

২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা

২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা। আর চলছে তারই প্রস্তুতি । তবে এখনও কিছু কাজ রয়েছে অসম্পূর্ণ। মন্দিরের গর্ভগৃহে রামলালা বা শিশুবেলার রামচন্দ্রের কোন মূর্তি রাখা হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

সূত্রের খবর ,শুক্রবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়েছে, যাতে উপস্থিত থাকবেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।ট্রাস্টের তরফে জানানো হয়েছে, এ দিনই সদস্যদের মধ্যে একটি ভোটের মাধ্যমে তিনটি মূর্তির মধ্যে থেকে সেরা মূর্তিটিকে বেছে নেওয়া হবে। নির্মীয়মাণ রামমন্দিরের নির্মাণ সংক্রান্ত বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে এই ট্রাস্টই।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তা ছাড়াও জানা যাচ্ছে দেশবিদেশের একাধিক বিশিষ্ট মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে উপস্থিত থাকার জন্য । ট্রাস্টের তরফ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছিল, রামমন্দিরের গর্ভগৃহের কাজ প্রায় শেষ হয়েছে এমনটাই বলা হয়েছিল। পাশাপাশি সেখানে আলোকসজ্জার কাজও কিছু দিন আগে শেষ হয়েছে বলেও জানান তাঁরা। শুধু এবার রামলালার মূর্তি প্রতিষ্ঠার পালা। ইতিমধ্যেই তিন জন আলাদা আলাদা শিল্পী তৈরি করেছেন রামলালার এই তিনটি মূর্তি। তবে কোন মূর্তিটি শেষ পর্যন্ত গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে, তা নির্ধারিত হবে শুক্রবার।

৫১ ইঞ্চি উচ্চতার তিনটি মূর্তি তৈরি করানো হয়েছে

ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, রামচন্দ্রের পাঁচ বছরের শিশুরূপকে কল্পনা করে ৫১ ইঞ্চি উচ্চতার তিনটি মূর্তি তৈরি করানো হয়েছে। তিনি আরও জানান ঐশ্বরিক গুণে যে মূর্তিটি সেরা বলে বিবেচিত হবে এবং যে মূর্তিতে রামচন্দ্রের ছোটবেলার ছবি স্পষ্ট বোঝা যাবে, সেটিকেই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Comment