কলকাতা টুডে ব্যুরো: করোনা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল মমতা সরকার। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের জন্য বাধ্যতামূলকভাবে করতে হবে আরটি-পিসিআর পরীক্ষা। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আন্তঃরাজ্য যে সীমান্তগুলি আছে, সেখানে আরটি-পিসিআর টেস্ট মাস্ট (বাধ্যতামূলক)। এত লোক পাবে কিনা জানি না, দরকার হলে ভলান্টিয়ার্স, স্থানীয় ছেলেমেয়েদের নিয়োগ করা যেতে পারে।’
আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ
অন্যদিকে এদিন করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি। একই সঙ্গে কলকাতা পুলিশ থেকে শুরু করে অন্যান্য সরকারি বিভাগের যে সমস্ত আধিকারিকেরা করোনা কবলে পড়েছেন তাদেরও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। একইসঙ্গে সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রেই নতুন করে ওয়ার্ক ফ্রম হোম মোডে জোর দেওয়ারও কথা জানাতে দেখা যায় তাঁকে। তবে রাজ্যের করোনা টিকাকরণ চিত্র যে এখনও উদ্বেগজনক তা মমতার পরিসংখ্যানেই স্পষ্ট। সহজ কথায় এখনও রাজ্যের ৪০ শতাংশ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ পাননি। সেখানে বৃহষ্পতিবার পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ৭ জন। এরমধ্যে একটি করে ডোজ পেয়েছেন ৬ কোটির বেশি মানুষ। পাশাপাশি আশার কথা এই যে রাজ্যে বর্তমানে সুস্থতার হার রয়েছে ৯৬.৮৫ শতাংশ। একইসাথে মোট কন্টেনইমেন্ট জোন ৪০৩টি। একইসঙ্গে ১৯৪টি হাসপাতালকে চিহ্নিত করে কোভিড মোকাবিলায় কাজে লাগানো হচ্ছে।