Home Uncategorized ‘সরকারের প্রতিটা লোকই দুর্নীতিগ্রস্ত’ SSC নিয়োগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ সুকান্তের

‘সরকারের প্রতিটা লোকই দুর্নীতিগ্রস্ত’ SSC নিয়োগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ সুকান্তের

কয়লা গরু পাচার থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি একাধিক মামলায় জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েটদের নাম। এরপর থেকেই রাগ বিরোধী গুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে শাসকদলকে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কয়লা গরু পাচার থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি একাধিক মামলায় জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েটদের নাম। এরপর থেকেই রাগ বিরোধী গুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে শাসকদলকে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার শাসক দলকে কটাক্ষ করে বলেন, “এখনো পর্যন্ত যা তদন্ত হয়েছে তাতে উঠে এসেছে যে প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রেই পাহাড়-প্রমাণ দুর্নীতি। এই দুর্নীতির সময় যিনি মন্ত্রী ছিলেন তিনি বলছেন কর্মরত অফিসাররা দায়ী, অফিসার বলছেনমন্ত্রী দায়। বাংলার জনগণদের জানার দরকার আছে কে আসলে দায়ী। এবং এই সামান্য তদন্তেই ধরা পড়ে গেছে যে পুরো নিয়োগটাই দুর্নীতিগ্রস্ত। যেমন আমাদের মায়েরা ভাত রান্না করার সময় একটা দুটো চাল দেখেই বলে দেন যে ভাত রান্না হয়েছে কিনা সেই রকম বোঝা যাচ্ছে যে এই সরকারের প্রতিটা লোকই দুর্নীতি তে নিয়োগ হয়েছে। বহু দুর্নীতিগ্রস্ত মানুষেরা এর সাথে যুক্ত ছিলেন। দুঃখের বিষয় যারা কষ্ট করে খেটে চাকরি পেয়েছেন তাদেরকেও হেনস্থার শিকার হতে হচ্ছে এই সরকারের অপদার্থতার জন্য।”

সাংবাদিক সম্মেলনে সুকান্ত এদিন মমতাকে খোঁচা দিয়ে বলেন,” দুর্গা পুজো নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। তবে দুর্ভাগ্যের যে আমরা বেশ কিছু বছর ধরে দেখছি মন্ডপে মন্ডপে মা দুর্গার থেকে মা মমতার অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখটা বেশি বড় সাইজের থাকে। মা দুর্গার মুখের থেকেও মমতাকে যারা মা বলে ডাকেন তাদেরই মন্ডপে পরিণত হয়ে যায় দূর্গা মন্ডপ গুলো

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment