BJP RALLY : চোখে পড়ল না সমর্থকদের ভিড়। অমিত শাহের সভা মঞ্চে আসার সময় দুপুর পৌনে ২টোয়। তার আগে ধর্মতলা চত্বরে জমায়েত শুরু হয়েছে বিজেপির কর্মী এবং সমর্থকেদের। কিন্তু লেনিন সরণি এবং এসএন ব্যানার্জি রোডে স্বাভাবিক রয়েছে যান চলাচল। চোখে পরার মত ভিড় এখনও হয়নি। তবে ভিড় বাড়বে এমনটাই আশা রাখছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে স্বরাষ্ট্র মন্ত্রক লেখেন, ‘‘কলকাতার ‘প্রতিবাদ সভা’য় যোগ দেওয়ার অপেক্ষায়।’’
সকাল থেকেই সভাস্থলে রয়েছেন বিজেপি নেতৃত্বের একটা অংশ। স্বেচ্ছাসেবকদের ব্যাজ দেওয়ার যে টেবিল রয়েছে, সেখানে অন্যতম ভূমিকা পালন করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তা ছাড়া ইন্দ্রনীল খাঁ, সৌমিত্র খাঁ, জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অনেক বিজেপি বিধায়ক রয়েছেন মঞ্চ সংলগ্ন অংশে। দেখা গিয়েছে অভিনেত্রী অঞ্জনা ভৌমিকও সকাল সকাল পৌঁছে গিয়েছেন সভাস্থলে।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সর্বশেষ যে সফরসূচি পাওয়া অনুযায়ী, তাতে দুপুর সওয়া ১টায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে আসবেন রেসকোর্স। এর পরে সড়কপথে পৌনে ২টোর সময়ে সভাস্থলে পৌঁছবেন। বিমানবন্দর থেকে সভাস্থল পর্যন্ত শাহের সঙ্গে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহের উপস্থিতিতেই তাঁরা বক্তব্য রাখবেন বলে সূত্রের খবর। এর পরে আড়াইটে থেকে শাহের বক্তব্য রাখার কথা। সূচি অনুযায়ী, জনসভা থেকে শাহ রেসকোর্সের দিকে রওনা দেবেন বিকেল সওয়া ৩টে নাগাদ।