Abhijit Gangopadhyay : এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জমা পড়ল তদন্ত রিপোর্ট আর তাও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। হাইকোর্টে ৫৪ পাতার রিপোর্ট জমা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয়ে তদন্তের অগ্রগতির দিকে নজর দিতে বলেন সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অশ্বিন শেণভি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট (উত্তরপত্র) এবং অতিরিক্ত প্যানেল নিয়ে তদন্তের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে জানা যাচ্ছে।
গত বছরের ২৭ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই অনুযায়ী তদন্তের গতি কতদূর এগোল সেই নিয়ে একাধিকবার রিপোর্ট জানতে চেয়েছিলেন বিচারপতি । তার কথায় ,উলুবেড়িয়া থানাকে তদন্তভার দিলে ভাল হত বলেও জানান তিনি। বিচারপতির পর্যবেক্ষণ, প্রায় এক বছর হতে চলল, সিবিআই এখনও কোন সঠিক সুরহা করে উঠতে পারেনি। সত্যিতা কেন এখনও সামনে এল না। এর আগে সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল নিম্ন আদালত। এ বার হাই কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট দিল সিবিআই।