Supreme Court
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা জোড়া আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রয়োজনে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করুন, এমনটাই জানাল সুপ্রিম কোর্টের তরফে।
অভিষেক দুইবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন। প্রথমে হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতিদের বদলি করা হয়। দ্বিতীয়ত, পুরো শুনানি জুড়ে বিচারকরা কী দেখছেন তা প্রকাশ করা থেকে প্রেসকে বাধা দিন। দুটি আবেদনই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে অভিষেক প্রয়োজনে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারেন।
Justice Amrita Sinha
অভিষেকের আইনজীবী গোপালকৃষ্ণান আইয়ার,প্রশ্ন করেছিলেন যে বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করছেন যা তাঁর মক্কেলের মানহানি করছে। ওই পর্যবেক্ষণের কিছু জায়গার ভুল ব্যাখ্যা হচ্ছে সংবাদমাধ্যমে। এমনকী, ওই পর্যবেক্ষণের ভিডিও বিরোধীরা নিজেদের প্রচারে ব্যবহার করছে। ওই বিচারপতি বদলের আবেদন জানান অভিষেকের আইনজীবী। সেই বিচারপতি মহিলা বিচারপতির নাম না জানালেও তিনি বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) বেঞ্চের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। কারণ বিচারপতি সিনহার বেঞ্চে বর্তমানে অভিষেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে।
আরও বাংলা খবর আপডেটের জন্য