Home সংবাদবর্তমান ঘটনা বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙ্গে জীবন ও দুর্ঘটনা

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙ্গে জীবন ও দুর্ঘটনা

by Web Desk
accidents at Burdwan station

বর্ধমান স্টেশন

ভরদুপুরে বর্ধমান স্টেশনে ঘটে গেল(Burdwan Station) ভয়ংকর দুর্ঘটনা। জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে জখম কমপক্ষে ৩০ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। ব্যস্ততায় ভরা সময় এই দুরঘটনা ঘতায় স্বাভাবিকভাবেই প্রবল ভোগান্তিতে যাত্রীরা।

বর্ধমান স্টেশনে ৫৩,০০০-গ্যালন  জলের ট্যাঙ্ক

বর্ধমান স্টেশনে ৫৩,০০০-গ্যালন  জলের ট্যাঙ্কটি ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে অবস্থিত ছিল বলে জানা গেছে। বুধবার সকালটা অন্য দিনের মতোই বর্ধমান স্টেশন ব্যস্ত ছিল।  শেডের নিচে প্রচুর যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সেই শেডটি ছিল সরাসরি জলের ট্যাঙ্কের উপরে।

বর্ধমান মেডিকেল কলেজে

বিশাল ট্যাঙ্কটি হঠাৎ ভেঙ্গে পরে । ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিল শেডের নিচে দাড়িয়ে থাকা যাত্রীরা। উদ্ধারকর্মীরা ইতিমধ্যেই পৌঁছে আহতদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেছে। পুলিশ সুপারের মতে, তিনজন যাত্রী নিহত হয়েছেন।

২০২০ সালে বর্ধমান স্টেশন

এদিকে দুর্ঘটনার জেরে বর্ধমান স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জলের ট্যাঙ্কটি সম্প্রতি রং করা হয়েছিল। তবে ভিতরে মেরামতের কাজ শেষ হয়নি। ফলে রেলের গাফিলতি প্রকাশ্যে এসেছে। ২০২০ সালে বর্ধমান স্টেশনের ঝাদ ভেঙে মৃত্যু হয়েছিল একজনের। ফের দুর্ঘটনা বর্ধমানে।

Related Articles

Leave a Comment