Home সংবাদবর্তমান আপডেট Lionel Messi: শেষ রক্ষা হলো না! সৌদি আরবের আল হিলাল দলের বিরুদ্ধে ৩-৪ গোলে হেরে গেল

Lionel Messi: শেষ রক্ষা হলো না! সৌদি আরবের আল হিলাল দলের বিরুদ্ধে ৩-৪ গোলে হেরে গেল

by Web Desk
Lionel Messi: শেষ রক্ষা হলো না! সৌদি আরবের আল হিলাল দলের বিরুদ্ধে ৩-৪ গোলে হেরে গেল

সৌদি আরবের আল হিলাল দলের বিরুদ্ধে ৩-৪ গোলে হেরে গেল লিয়োনেল মেসি

গোল ছিল মেসির ঝুলিতে কিন্তু অন্যদিকে দলের পরাজয়। প্রাক মরসুম প্রস্তুতি সফরে সৌদি আরবের আল হিলাল দলের বিরুদ্ধে ৩-৪ গোলে হেরে গেল লিয়োনেল মেসির ইন্টার মায়ামি। উল্লেখ্য ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

মঙ্গলবার মেসির সঙ্গে ছিলেন বার্সেলোনায় সতীর্থ লুইস সুয়ারেস-ও। তার গোলের কারণে ৩৪ মিনিটে নিজের ফর্মে ফেরে ইন্টার মায়ামি। ১০ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে গিয়েছিল আল হিলাল। তিন মিনিটের মধ্যে নিজের খেলার ব্যবধান বাড়ান আবদুল্লা আল হামদান। বিরতির এক মিনিট আগে আল হিলালের হয়ে তৃতীয় গোল করে যান মাইকেল।

আর সেই জায়গা থেকেই মেসি এবং দাভিদ রুইসের গোলে সমতা ফেরায় ইন্টার মায়ামি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে ম্যালকমের গোল দুর্দান্ত জয় এনে দেয় আল হিলাল-কে।

পরের ম্যাচ খেলবে আল নাসেরের বিরুদ্ধে

প্রসঙ্গত বৃহস্পতিবার ইন্টার মায়ামি পরের ম্যাচ খেলবে আল নাসেরের বিরুদ্ধে। অতএব মুখোমুখি থাকছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়ো মেসি। তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। আল নাসের সমর্থকেরা সমাজমাধ্যমে লিখতে শুরু করেছেন, ‘‘মেসিদের দলকে চূর্ণ করার জন্য তৈরি আমাদের নায়ক। মাঠে নামার পরেই প্রমাণ হয়ে যাবে, বিশ্বের সেরা ফুটবলার আসলে কে। রোনাল্ডোর কাছে হার মানতে হবে মেসিকে।’’ সুতরাং এবার দেখার কার জয় হয়।

Related Articles

Leave a Comment