Home সংবাদসিটি টকস আগামী তিন দিনের মধ্যে বর্ষা বিদাযের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের

আগামী তিন দিনের মধ্যে বর্ষা বিদাযের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের

শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তি তুমুল বৃষ্টি ভিজল মহানগরী। কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির জেরে কার্যত বিপাকে পড়েন সাধারণ মানুষ এবং নিত্য যাত্রীরা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তি তুমুল বৃষ্টি ভিজল মহানগরী। কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুত্‍সহ বৃষ্টির জেরে কার্যত বিপাকে পড়েন সাধারণ মানুষ এবং নিত্য যাত্রীরা­।তবে এবার আগামী তিন দিনের মধ্যে বর্ষা রাজ্য থেকে বিদায় নেবার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ” বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে এসেছে। আপাতত ঝড় বৃষ্টি কাল থেকে সেটা আরো কমে যাবে।  ১৬ তারিক থেকে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। ১৮ তারিখ নাগাদ আন্দামান সাগরে এক একটি ঘূর্ণবাত্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ১৪ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

Related Articles

Leave a Comment