Home NEWSCITY TALKS নিখোঁজ ২ ছাত্রের দেহ উদ্ধার, বিক্ষোভ স্থানীয়দের

নিখোঁজ ২ ছাত্রের দেহ উদ্ধার, বিক্ষোভ স্থানীয়দের

দুই নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কেষ্টপুরে। গত ২২ অগস্ট থেকে নিখোঁজ নিখোঁজ ছিল দুই ছাত্র। ২৪ অগস্ট আসে মুক্তিপণ চেয়ে SMS বার্তা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দুই নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কেষ্টপুরে। গত ২২ অগস্ট থেকে নিখোঁজ নিখোঁজ ছিল দুই ছাত্র। ২৪ অগস্ট আসে মুক্তিপণ চেয়ে SMS বার্তা। পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগের মাঝেই দু’জনের দেহ উদ্ধার হল বসিরহাট থেকে। যা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। মৃতদের নাম অতনু দে ও অভিষেক নস্কর। ঘটনায় এলাকারই যুবক সত্যেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিখোঁজ দুই ছাত্রের পরিবার। বেশ কিছু দিন ধরেই সপরিবারে পলাতক অভিযুক্ত। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেষ্টপুরের নেতাজিপল্লির অর্জুনপুরের বাসিন্দা দুই ছাত্র। পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত ২২ অগস্ট তাঁরা কার্যত একই সময়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি তাঁরা। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করার পর ২৩ অগস্ট নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের দাবি, ২৪ অগস্টই নিখোঁজ ছাত্র অতনুর বাবার কাছে একটি অচেনা নম্বর থেকে SMS আসে। এক কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। গোটা বিষয়টি বাগুইআটি থানার পুলিশকে তখনই জানায় ছাত্রদের পরিবার। অভিযোগ, তারপরও পুলিশ কোনও সদর্থক পদক্ষেপ করেনি। পুলিশ তদন্তের প্রাথমিক পর্যায়ে মোবাইল ফোন লোকেট করে বর্ধমান থেকে অতনুর ফোন উদ্ধার করে।

বাগুইহাটি থানা মারফত খবর আসে বসিরহাট থানা এলাকায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। এরপরেই দেহ শণাক্তের জন্য পরিবারের সদস্যরা বসিরহাট হাসপাতালে যান। সেখানে গিয়ে অতনুর দেহ শণাক্ত করেন তাঁরা। অতনু দের দেহ পাওয়া গেলেও অভিষেক নস্করের খোঁজ চালায় পুলিশ। পরে মিনাখাঁ থেকে উদ্ধার হয় অভিষেকের দেহ। এলাকার দুই যুবকের এই মর্মান্তিক পরিণতিতে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা।

মঙ্গলবার দুপুর থেকে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানাচ্ছে, দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে, গলায় দাগ রয়েছে, তার থেকে অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Topics

Baguihati Students Agitation Administration Kolkata

Related Articles

Leave a Comment