Home NEWSCITY TALKS বসিরহাটে ইট ভাটা চিমনি ভেঙ্গে, চারজনের মৃত্যু

বসিরহাটে ইট ভাটা চিমনি ভেঙ্গে, চারজনের মৃত্যু

by Web Desk
bashirhaat attack

কাজ করাকালীন ইট ভাটার চিমনি ভেঙ্গে চারজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজনের বাড়ি উত্তরপ্রদেশে। স্বাভাবিকভাবেই বসিরহাটের ধলতিথা গ্রামে এই ঘটনার প্রেক্ষিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

বসিরহাটে অন্তত এক হাজার ইটের ভাটা

তারা কি অসতর্কতার কারণে নিহত হয়েছে? এই দুর্ঘটনার আসল কারন কি।  বসিরহাটে অন্তত এক হাজার ইটের ভাটা রয়েছে। স্থানীয়রা জানান, এই ইটভাটায় বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক কাজ করে।

ইট ভাটায়, ক্রমাগত উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও শ্রমিকদের নিরাপত্তা সেভাবে নেই। ফলে একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু, মালিক এবিষয় সচেতন ছিলেন না। প্রসঙ্গত, বুধবার ইটের ভাটায় গুলি চালানোর সময় চিমনি ভেঙে পড়ে। দুর্ঘটনায় হাফিজুল মণ্ডল, জেঠুরাম এবং রাকেশ কুমার মারা নামে তিনজন মারা যান। পরে আরও একজনের মৃত্যু হয়।

আহত কমপক্ষে ১৫ জন

বসিরহাট হাসপাতালে বর্তমানে অন্তত পনেরো জন রোগী ভর্তি আছে। কলকাতার আরজি কর হাসপাতালে এখনও পাঁচজন রোগী চিকিৎসাধীন।এই পরিস্থিতি স্বাভাবিক করতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো জানতে; লাইভ আপডেট

Related Articles

Leave a Comment