Bengal Recruitment Case : তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই তল্লাশি । দেবরাজের আরেকটি পরিচিতি তিনি তৃণমূল বিধায়ক তথা কীর্তন শিল্পী অদিতি মুন্সীর স্বামী। সিবিআইয়ের তরফ থেকে এর আগেও একটি মামলায় তলব করেছিল তাকে। বৃহস্পতিবার সকাল থেকেই নিয়োগ মামলার তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। সকালে তৃণমূলের আরও এক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে পৌছনোর পাশাপাশি তাদের আরও একটি দল পৌঁছে যায় দেবরাজের বাড়িতে। সকাল ৯টা ১০ মিনিটে রাজারহাটে দেবরাজের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের দলটি। যদিও সেই সময় দেবরাজ বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির লোক সিবিআই গোয়েন্দাদের জানিয়ে দেন, প্রথমদিকে তিনি বাড়িতে না থাকলেও পরে বাড়ি পৌঁছালে সিবিআইয়ের গোয়েন্দারা তাঁকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে যান।
প্রসঙ্গত বুধবার ধর্মতলায় আয়োজিত বিজেপির সভায় বক্তৃতা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলায় দুর্নীতি বরদাস্ত করা হবে না। তারপরেই সিবিআইয়ের তল্লাশি জারি হয়। উল্লেখ্য, দেরারাজ চক্রবর্তীকে ২০২২ সালের অক্টেবারে ভোট পরবর্তী হিংসার অভিযোগে হওয়া মামলার তদন্তে তলব করেছিল সিবিআই। আর সেই তদন্তে সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন তিনি । বৃহস্পতিবার সেই দেবরাজের বাড়িতে হানা দিল সিবিআই। তবে সিবিআই সূত্রে খবর এই তল্লাশি নিয়োগ সংক্রান্ত মামলার বিষয়ে।