Home রাজনৈতিক ‘মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা ভাগ হবে না,’বিজেপিকে তোপ অভিষেকের

‘মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা ভাগ হবে না,’বিজেপিকে তোপ অভিষেকের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:“মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা ভাগ হবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। পুরোটাই পশ্চিমবঙ্গ।”মঙ্গলবার ধুপগুড়ির সভা থেকে এই ইস্যুতেই বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

মঙ্গলবার জলপাইগুড়ির ধুপগুড়ি পুরসভার ফুটবল মাঠে কর্মিসভা করেন তিনি। সেখানেই বাংলা ভাগ প্রসঙ্গে বিজেপিকে তুলোধোনা করেন অভিষেক। বলেন, “অনেকে বলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। কীসের উত্তরবঙ্গ? এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই, কোনওদিন ছিলও না।”

আরও পড়ুনঃ ’পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায় , সেই কারণেই পাহাড় জিটিএ চায়,’বললেন মমতা

 

এরপরই সাংসদ বলেন, “যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদন রাজ্য ভাগ হবে না। বাংলা একটাই, সেটা পশ্চিমবঙ্গ। অনুরোধ করছি, কেউ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ বলবেন না।”

Related Articles

Leave a Comment