Home জীবনধারাস্বাস্থ্য অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে অনুমোদন দিল কেন্দ্র

অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে অনুমোদন দিল কেন্দ্র

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন কোভিশিল্ড-কে জরুরি ভিত্তিতে দেশে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, দেশে কোভিশিল্ড প্রয়োগের ব্যাপারে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রকের অফিসাররা ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে এই ব্যাপারে আলোচনা চালাচ্ছেন।

সবকিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহের শুরু থেকেই এই ভ্যাকসিন বিভিন্ন রাজ্যে কীভাবে প্রয়োগ করা হবে সেই ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে ফেলবে কেন্দ্রীয় সরকার।

পুণের সেরাম ইন্সটিটিউটে যুদ্ধকালীন তৎপরতায় অক্সফোর্ডের কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং মাসখানেক আগেই ভ্যাকসিন তৈরির কাজ নিজে গিয়ে খতিয়ে দেখে এসেছিলেন। সেরামের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ভ্যাকসিনের ৪ থেকে ৫ কোটি ডোজ তৈরি হয়ে গিয়েছে।

বিশ্বের সবচেয়ে বৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইন্সটিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করছে।

Related Articles

Leave a Comment