Home রাজনৈতিক আজ ব্রিগেডে থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাবেশের সাফল্য কামনা করে বুদ্ধ-বার্তা

আজ ব্রিগেডে থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী, সমাবেশের সাফল্য কামনা করে বুদ্ধ-বার্তা

by Kolkata Today

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: বামেদের চেষ্টা ব্যর্থ। চিকিৎসকরা অনুমতি দিলেন না। যেমনটা মনে করা হচ্ছিল ঠিক সেটাই হল। শারীরিক অসুস্থতার কারণে এই বছর বাম-কংগ্রেসের ব্রিগেডে থাকতে পারছেন না সিপিআইএম নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

রবিবার বাম, কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। তার আগে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্ন ভাবে খবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসেও গিয়েছেন। একটা বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন, আর আর শারীরিক অসুস্থতার কারণে ডাক্তারদের পরামর্শ মেনে চলছি আমি। মাঠে ময়দানে মিটিং চলছে, আর আমি গৃহবন্দি, যা কোনওদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।’

মনে করা হচ্ছে, বুদ্ধবাবু নিজে উপস্থিত থাকতে না পারায়, তাঁর বার্তা রেকর্ড করে চালানো হবে রবিবাসরীয় ব্রিগেডে।

Related Articles

Leave a Comment