Home সংবাদবর্তমান আপডেট আনিস কাণ্ডে CBI নয়,SIT-এর উপরেই ভরসা কলকাতা হাইকোর্টের

আনিস কাণ্ডে CBI নয়,SIT-এর উপরেই ভরসা কলকাতা হাইকোর্টের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:আনিসকাণ্ডের তদন্তে  ২ সপ্তাহের মধ্যে সিটকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের তরফে আরও জানান হয়েছে, টিআই প্যারেড সময় তদন্তে সহযোগিতা করতে হবে। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে টিআই প্যারেড হবে। ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন জেলা বিচারক।

একইসঙ্গে তাঁর মৃতদেহর দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি। জেলা আদালতের বিচারকের পর্যবেক্ষণে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে মৃত ছাত্রনেতা আনিস খানের দেহের। পাশাপাশি আনিসের মোবাইল ফোন সিল করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলাকারীদের উপস্থিতিতেই অনিশের পরিবারের থেকে মোবাইল সংগ্রহ করে তা সিল করে পাঠাতে হবে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাতে হবে তাঁর মোবাইল ফোন। এরপর ফরেনসিক পরীক্ষার রিপোর্ট মুখ বন্ধ খামের মাধ্যমে হাইকোর্টে জমা করতে হবে বিশেষ তদন্তকারী দলকে। এদিন এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট।

সিটে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গে আর সাত জন পুলিশের বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করা হল। আদালত জানিয়েছে, সিট সঠিক তদন্ত করছে, কিনা তা আদালত নজরদারি করবেন। সিট কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের পরামর্শ নিতে হবে।

Topics

High Court Anish Khan SIT Protest  Administration Kolkata

Related Articles