Home ভিডিও আনিস কান্ডের জের, অব্যাহত ছাত্র আন্দোলন

আনিস কান্ডের জের, অব্যাহত ছাত্র আন্দোলন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শুধু আলিয়া বিশ্ববিদ্যালয় নয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। উত্তেজনা ছড়ায় ক্যাম্পাস চত্বরে। তারা প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে প্রতিবাদ জানায়। ব্যানারে লেখা ‘আনিসের জন্য লড়তে হবে, আনিসকে নিয়ে লড়তে হবে।’

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআইয়ের প্রতিবাদ এদিনও অব্যাহত। ছাত্রনেতা খুনের ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই। মঙ্গলবার সকালেই বিশ্ববিদ্যালয়ে চার নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় অবস্থান বিক্ষোভ। সেখানেও ছড়ায় উত্তেজনা। এমনকী তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়াতে দেখা যায় এসএফআই কর্মী সমর্থকদের।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন।

আনিস খানের হত্যার প্রতিবাদে মঙ্গলবার দিনভর ছাত্র ধর্মঘট চলে গোটা রাজ্যজুড়েই। এমনকি মহাকরণ অভিযানেরও ডাক দেওয়া হয়। তারজেরে সপ্তাহের দ্বিতীয় দিনেই দীর্ঘসময় অবরুদ্ধ হয়ে পড়ে শহর কলকাতা। মঙ্গলবার দুপুরে পূর্বসূচি অনুযায়ী পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা। আনিস কাণ্ডের বিচারের দাবিতে বহু পড়ুয়া সামিল হন অভিযানে। এরপরেই শুরুতে মৌলালিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায় বিক্ষোভকারীদের। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা।

এবার দেখার আনিস খুনের ঘটনায় ছাত্র আন্দোলনের জেরে কোন নয়া মোড় নিয়ে আসে।

 

Topics

Anish Khan Students Agitation Administration Kolkata

Related Articles