Home ভিডিও ‘আনিস হত্যার রহস্য উদঘাটন হবে ১৫ দিনের মধ্যেই’,  বললেন ডিজি মনোজ মালব্য

‘আনিস হত্যার রহস্য উদঘাটন হবে ১৫ দিনের মধ্যেই’,  বললেন ডিজি মনোজ মালব্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্য পুলিশের উপর ভরসা রাখার আরজি জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সাফ জানালেন, ১৫ দিনের মধ্যেই আনিস হত্যার রহস্য উদঘাটন হবে। নিরপেক্ষ তদন্তের পর অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। তিনি জানান,  এই ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একজন হোমগার্ড কাশ্মীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। একই সঙ্গে ডিজি মনোজ মালব্যর অভিযোগ, তদন্তে সহযোগিতা করা হচ্ছে না। পুলিস এবং সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে।

ভবানীভবনে সাংবাদিক সম্মেলন করে ডিজি বলেন, “আমরা আগেও বলেছিলাম ভাল করে তদন্ত হবে। আমরা ১০০ শতাংশ নিরপেক্ষতার কথা বলেছিলাম। বলেছিলাম কী তথ্য রয়েছে তা আমরা বের করে দেব। সিট সেই ভাবে কাজ করেছে। নিরপেক্ষ ভাবে কাজ করেছে। যে প্রমাণ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। একজন হোমগার্ড কাশ্মীনাথ বেরা এবং অন্যজন সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য। এছাড়া সিট ওখানে বারবার যাচ্ছে। ওখানে কিন্তু পুলিস ও সিটকে বাধা দেওয়া হচ্ছে। আমরা পরিবারকে অনুরোধ করব। রাজনৈতিক কারণে হয়ত সহযোগিতা করতে দেওয়া হচ্ছে না। সিটকে মোবাইল ফোন দেওয়া হচ্ছে না। বাধা দেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য আজ সকাল থেকে ওখানে সিট ছিল। কিন্তু সহযোগিতা করা হয়নি। কাল আমাদের দক্ষ অফিসার মিরাজ খালিদ টিম নিয়ে ওখানে ছিলেন। তাঁর সঙ্গেও সহযোগিতা করা হয়নি। আমি বারবার অনুরোধ করছি সবাই যেন সহযোগিতা করেন। ১৫ দিনের মধ্যে সত্যি সকলের সামনে আনব।”

তিনি বলনে, “এই ঘটনায় গ্রেফতার হওয়া দু’জনের ভূমিকা কী ছিল, তা নিয়ে এখনই কিছু বলা যাবে না। ১৫ দিনের মধ্যে সিটের তদন্তে যা উঠে আসবে তা সকলের সামনে আনা হবে। এখন প্রাথমিক তদন্ত চলছে। এখন হেফাজতে নিয়ে জেরা চলছে। সেই জেরায় যা সামনে আসবে, তা দু-একদিনের মধ্যে সামনে আনা হবে।”

Topics

Anish Khan DG SIT Administration Kolkata

 

Related Articles