Home ভিডিও ‘এই ফল মানছি না’, পুরভোটের ফলাফল নিয়ে বললেন শমীক ভট্টাচার্য

‘এই ফল মানছি না’, পুরভোটের ফলাফল নিয়ে বললেন শমীক ভট্টাচার্য

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:পুরভোটে সবুজ ঝড়। ১০৮ টির মধ্যে ১০২ টি পুরসভাই রয়েছে ঘাসফুলের দখলে। বামেদের দখলে মাত্র একটি। বিধানসভা নির্বাচনে বিরোধী স্থান পেলেও পুরভোটে কার্যত খাতাই খুলতে পারেনি বিজেপি। কয়েকটি ওয়ার্ড পেলেও একটি পুরসভাও পায়নি গেরুয়া শিবির। যার জন্য ভোটে সন্ত্রাসের অভিযোগ করছেন বিজেপির নেতারা।

পুরভোটের এই ফল বিজেপির জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। একটি পুরসভাতেও বোর্ড গঠন করতে পারছে না বিজেপি । যা নিয়ে দলকে তীব্র আক্রমণ করেছেন বিক্ষুব্ধ নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “তৃণমূলের কাছে ১০২ গোল খেয়েছে বিজেপি। রাজ্য নেতৃত্বের পদত্যাগ করা উচিত। বিজেপির তো কোনও সংগঠনই নেই।” তবে দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। এই ফল মানতেই রাজি নন তিনি। তাঁর কথায়, “এটা একটা প্রহসনের ফল। রাজ্যে গণতান্ত্রিক ভোট হওয়া সম্ভব নয়। এই ফল মানছি না।”

Topics

Samik Bhattcharya BJP TMC Administration Kolkata

Related Articles