Home রাজনৈতিক এক্সক্লুসিভ: উত্তরপাড়া দখলে রাখতে মমতার ভরসা হতে পারেন ময়দানের প্রাক্তন ফুটবলার

এক্সক্লুসিভ: উত্তরপাড়া দখলে রাখতে মমতার ভরসা হতে পারেন ময়দানের প্রাক্তন ফুটবলার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: উত্তরপাড়ায় প্রবীর ঘোষালের বিকল্প তৃণমূল প্রার্থী কে হতে পারেন? এই নিয়ে চর্চার মধ্যেই জোর জল্পনা ময়দানের এক প্রাক্তন ফুটবলারকে নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে প্রায় এক দশক খেলা প্রাক্তন ডিফেন্ডার সৌমিক দে-কে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারে তৃণমূল। এমনটাই রাজ্যের শাসকদল সূত্রে খবর।

ফুটবলার জীবনে সাইডব্যাক হিসেবে ওভারল্যাপে উঠে আক্রমণে সাহায্য করেছেন। আবার নীচে নেমে দলের রক্ষণ আগলেছেন। রাজনীতির ময়দানে এবার গেরুয়া ঝড়ের সামনে তৃণমূলের দুর্গ সামলাতে হতে পারে ময়দানের পোড়খাওয়া লেফট ব্যাক সৌমিককে। তবে দূরে কোথাও নয়, নিজের এলাকাতেই শাসকদলের দুর্গ অটুট রাখার চ্যালেঞ্জ নিতে হতে পারে উত্তরপাড়ার বাবুসোনাকে (সৌমিকের ডাক নাম)।

স্থানীয় সূত্রে খবর, ইদানিং সৌমিককে শাসক দলের খুব কাছাকাছি দেখা যাচ্ছে। এলাকায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের ঘরের ছেলেকে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় হাঁটতে দেখা গিয়েছে। সেদিন মঞ্চে মুখ্যমন্ত্রীর খুব কাছেই বসেছিলেন। সৌমিকের সঙ্গে যোগাযোগ করা হলে ‘কলকাতা টুডে’-কে বলেন, ‘দিদি যা বলবে তাই হবে। দিদি সিদ্ধান্ত নেবে। এই ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই। মানুষের জন্য আরও বড়ভাবে কাজ করতে পারলে তো ভালই লাগবে।’

আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন কবে? সৌমিকের জবাব, ‘কিছুই ঠিক হয়নি।’ সৌমিক তাঁর রাজনীতিতে অভিষেক নিয়ে গোপনীয়তা রাখতে চাইছেন। যদিও সেটা খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে। তৃণমূল সূত্রে তেমনই খবর।

Related Articles

Leave a Comment