Home ভিডিও এটা কলকাতার ট্রেন্ড নয়, উত্তরপ্রদেশে হয়’, আমতায় আনিসের মৃত্যুর ঘটনায় বললেন ফিরহাদ

এটা কলকাতার ট্রেন্ড নয়, উত্তরপ্রদেশে হয়’, আমতায় আনিসের মৃত্যুর ঘটনায় বললেন ফিরহাদ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খান খুনের ঘটনা কলকাতার ‘ট্রেন্ড’ নয়। এইরকম ঘটনায় উত্তরপ্রদেশে হয়। শনিবার এই ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘কে করেছে দেখতে হবে। আইন আইনের কাজ করবে। পুলিশ তদন্ত করবে। এটা কলকাতার ট্রেন্ড নয়। উত্তরপ্রদেশে হয়। নৃশংস ঘটনা। দোষীদের কঠোর সাজা হওয়া উচিত।’

পুলিশের তরফে জানানো হয়েছে, কারা পুলিশের পোশাক পরে আনিসের বাড়িতে গিয়েছিল, তার তদন্ত শুরু হয়েছে। আনিসের বাবা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। এদিকে ছাত্রনেতা খুনের ঘটনায় রাজনৈতিক একটি চক্রান্তের অভিযোগের তত্ত্বও উঠে আসছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে আনিস খান নিজের গ্রামে একটি রক্তদান শিবির করতে চেয়েছিল। কিন্তু তৃণমূলের লোকজন তাতে বাধা দেয়। এই অভিযোগ নিয়ে আমতা থানায় অভিযোগও জানিয়েছিলেন আনিস।

পাশাপাশি এদিন তৃণমূল থেকে বহিস্কৃত সদস্যদের সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানানোর প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করেন।

মার্চ মাসের বাজেটে ট্যাক্স বাড়ানোর পক্ষপাতী নন বলেই জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু অন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, মানুষের উপরে ট্যাক্সের বোঝা যাতে না বাড়ানো যায়, সেদিকেই নজর দেওয়া হচ্ছে।

Topics

Firhad Hakim BJP TMC Administration Kolkata

Related Articles