Home ভিডিও ‘এ ভোট নয় গণতন্ত্রের সমাধি,’ মন্তব্য সুকান্ত মজুমদারের

‘এ ভোট নয় গণতন্ত্রের সমাধি,’ মন্তব্য সুকান্ত মজুমদারের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কোথায়ও ‘বহিরাগত’দের ভোট দেওয়ার অভিযোগ, তো কোথাও আবার বুথের ভিতরে দুই প্রার্থীর হাতাহাতি! এমনকী, মাথাও ফাটল বিজেপি প্রার্থীর। ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তি ৪ পুরসভাতেই। তবে, গন্ডগোল সবচেয়ে বেশি হল আসানসোল ও বিধাননগরে। এইসব বিক্ষিপ্ত ঘটনা গুলির জন্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল কংগ্রেসকে।এদিন ভোটের নামে প্রহসন চলেছে।” তাঁর আরও অভিযোগ, “এ ভোট নয়। গণতন্ত্রের সমাধি। নির্বাচন কমিশনে নয়, আমরা আদালতে যাব।’ এদিন তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া অসন্তোষ প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, “পুরো দলটাই অভ্যন্তরীণ কলহে শেষ হয়ে যাবে। পুরো বিষয়টা পরিবারকেন্দ্রিক। বিশেষ একজনকে ধরে ক্ষমতায় থাকার চেষ্টা”।

এদিন সাংবাদিক বৈঠক করে তিনি বলেন,”রাজ্য সরকার এভাবে ভোট করার চেয়ে যদি ভোট না করাতেন, প্রশাসক বসিয়ে রাখতেন, তাহলে অনেক ভালো হত। বোমা-গুলি, কারও মাথা ফাটা, এসবের কোনও প্রয়োজন ছিল না”।

সুকান্ত মজুমদার বলেন, ”বিজেপির উপর যেমন হামলা হয়েছে,তেমনি অন্য বিরোধী দলের উপর হামলা হয়েছে কিছু কিছু জায়গায়। বিজেপি যেহেতু মূল প্রতিপক্ষ, তাই সমস্ত হামলা, বুথ-লুট, ভোট-লুট বিজেপির বিরুদ্ধে বেশি করা হয়েছে। অগ্নিমিত্রা পালকে গৃহবন্দি করা হয়েছে। বেশ কয়েক জায়গায় ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে”।

তিনি বলেন, ”রাজ্যের আইনশৃঙ্খলার এই অবনতির কথা শুধু বলছে না, আমাদের হাতে চিঠি এসেছে। তৃণমূল বিধায়ক, যার নাম শুনলে নাকি সুন্দরবনে নাকি বাঘে-গরুতে এক ঘাটে  জল খায়, নিজের প্যাডে পুলিসকে জানাচ্ছেন, তাঁর প্রাণনাশের আশঙ্কা আছে। অভিযোগপত্রটি পেয়েছি। সত্যি না মিথ্যা, সেটা বলব”।

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles