Home সংবাদবর্তমান আপডেট কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনেও মিলল ছাড়পত্র

কোভিশিল্ডের পর এবার কোভ্যাকসিনেও মিলল ছাড়পত্র

by Kolkata Today

নয়াদিল্লি, ২ জানুয়ারি: অক্সফোর্ডের কোভিশিল্ডের পর এবার ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনকেও ছাড়পত্র দিল কেন্দ্র সরকার।সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।

আইসিএমআর ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিন অত্যন্ত সুরক্ষিত হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে দেশের ২২টি জায়গায় তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। আইসিএমআর ও ভারত বায়োটেক তৈরি করেছে এই ভ্যাকসিন।

কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। এছাড়া আরও ২২টি জায়গায় এই ট্রায়াল চলে। কলকাতার নাইসেডেও কোভ্যাক্সিনের ট্রায়াল চলছে।

এছাড়া কেন্দ্রের সিদ্ধান্ত, করোনা যোদ্ধাদের জন্য বিনামূল্যে পাওয়া যাবে ভ্যাকসিন। শনিবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনা টিকাকরণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা সাজিয় ফেলেছে স্বাস্থ্যমন্ত্রক। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আজ টিকাকরণের ড্রাই রান চলছে পশ্চিমবঙ্গেও। বাংলার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বেচ্ছাসেবকের উপর টিকার ড্রাই রান হয়।

Related Articles

Leave a Comment