Home সংবাদ জোড়াফুলে যোগ দিলেন ‘বিক্ষুব্ধ’ জয়প্রকাশ মজুমদার

জোড়াফুলে যোগ দিলেন ‘বিক্ষুব্ধ’ জয়প্রকাশ মজুমদার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকেই জোড়াফুলে যোগ দিলেন ‘বিক্ষুব্ধ’ জয়প্রকাশ মজুমদার । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই জোড়াফুলে যোগদান করেন ‘বহিষ্কৃত’ বিজেপি নেতা। ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন জয়প্রকাশ মজুমদার । তৃণমূলে যোগ দিয়েই পদ প্রাপ্তি হল তাঁর। তৃণমূলের রাজ্য সহ সভাপতি হলেন জয়প্রকাশ মজুমদার।

সোমবারই লকেট চট্টোপাধ্যায় দেখা করেছিলেন জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তিওয়ারিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্ভবত বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকেই শেষ পেরেকটা পোঁতা হয়েছিল। সোমবার সকালে আকস্মিক নজরুল মঞ্চের সামনে তৃণমূল নেতাদের পাশেই দেখা যায় জয়প্রকাশকে। আজ নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে তাঁর উপস্থিতিই ঘটাল জল্পনার অবসান।

শুরুটা হয়েছিল ফেব্রুয়ারিতে। সায়ন্তন বসুকে যখন সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ দেওয়া হয়। দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন জয়প্রকাশ। এরপর একাধিকবার তিনি নানাভাবে দলকে বুঝিয়েছেন তাঁর বিরোধিতার কথা। কখনও সোজাসাপটা দলের নীতির বিরুদ্ধে টুইট করে, কখনও রাজ্যপাল-রাজ্য সংঘাতের ইস্যুতে রাজ্যের পক্ষে সওয়াল করে, কখনও আবার দলেরই বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে চড়ুইভাতিতে অংশ নিয়ে।

২০১৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। তারপর থেকে বিভিন্ন ইস্যুতে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসেছেন। নারদকাণ্ডের ভিডিও সামনে এনে বিজেপির তরফে প্রথম সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি।

Topics

Jayprakash Majumdar BJP TMC  Administration Kolkata

Related Articles