Home রাজনৈতিক দেশের নিরিখে রাজ্যে বেকারত্ব কমেছে : পার্থ

দেশের নিরিখে রাজ্যে বেকারত্ব কমেছে : পার্থ

by Kolkata Today

কলকাতা, ৮ জানুয়ারি: গোটা দেশের নিরিখে বাংলায় বেকারত্বের সংখ্যা কমেছে৷ বেকারত্ব ইস্যুতে যখন বিজেপি-সহ রাজ্যের অন্য বিরোধী দল তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনায় মুখর হয়েছে, তখন ফের এই দাবি করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷

কোভিড পরিস্থিতিতে গোটা বিশ্বের পাশাপাশি চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে এদেশেও। এই পরিস্থিতিতেও অবশ্য বাংলাকে নিয়ে আগেই ইতিবাচক বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থা ও বেকারত্ব নিয়ে এর আগে কেন্দ্রীয় সরকারকেও তোপ দেগেছিলেন তিনি। সম্প্রতি রীতিমতো তথ্য দিয়ে বাংলা ও দেশের বেকারত্ব ও কর্মসংস্থানের হারের তুলনা করেছিলেন তিনি।

আন্তর্জাতিক যুব দিবসে ট্যুইটে তিনি লেখেন, ‘গোটা দেশে যখন বেকারত্ব কমার হার ২৪ শতাংশ, সেখানে আমাদের বাংলায় সেই হার ৪০ শতাংশ। এর অর্থ পশ্চিমবঙ্গে বেকারত্ব কমছে। এদিন মুখমন্ত্রীর সুরেই কথা বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

বিজেপিকে আক্রমণ করে এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘রাজ্যে ধ্বংসের রাজনীতি চলছে৷ গণতন্ত্রে নয়, বাহুবলে বিশ্বাসের রাজনীতি আমদানি চলছে৷ বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ কেউ এসে উন্নয়নের কথা বলছে না।’

Related Articles

Leave a Comment