Home ভিডিও বাসস্থানের দাবিতে টালায় বস্তিবাসীদের বিক্ষোভ

বাসস্থানের দাবিতে টালায় বস্তিবাসীদের বিক্ষোভ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গত দুই বছর পূর্বে কাঠামোগত কারণে ব্রিজ ভেঙে নতুন ভাবে নির্মাণ শুরু হয় তালা ব্রিজ, আর এই টালা ব্রিজ এর নীচে প্রায় দেড়শ পরিবার উচ্ছেদ হয় ব্রিজ ভাঙার কারণ। গত দু’বছর পরেও তারা বাসস্থান না পাওয়ার জন্য বৃহস্পতিবার সকালে সকালে তালা ব্রিজ সংলগ্ন রাস্তায় বস্তিবাসীরা মিছিল করে । এই মিছিলে গন্তব্য ছিল শ্যামবাজার । তবে পুলিশের বাধার ফলে মাঝপথেই মিছিল থেকে আটকে যায় ।এর প্রতিবাদে তারা বিটি রোডের উপর টালা ব্রিজের সামনে বসে পড়ে ও বিক্ষোভ দেখায় ।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

তাদের দাবি অবিলম্বে মানুষের বাসস্থান দিতে হবে পাশাপাশি অন্যান্য নাগরিক পরিষেবা ব্যবস্থা করতে হবে পাশাপাশি সুলভ ক্যান্টিন এর ব্যবস্থা করতে হবে। মহিলা পুরুষ মিলে শতাধিক বস্তিবাসী এই বিক্ষোভে শামিল হয়।

Topics

Tala Bridge  Protest Agitation Administration Kolkata

Related Articles

Leave a Comment