Home » (Bengali) বিজেপি এরাজ্যে নির্বাচনকেই ভন্ডুল করতে চাইছে’ কটাক্ষ ফিরহাদের

(Bengali) বিজেপি এরাজ্যে নির্বাচনকেই ভন্ডুল করতে চাইছে’ কটাক্ষ ফিরহাদের

by Kolkata Today

” href=”https://kolkatatoday.com/bengali-%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/” target=”_blank” rel=”noopener”>

এদিন  ফিরহাদ হাকিম আরও বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক অবস্থানকে কেন্দ্র করে এরাজ্যের বহু মানুষ দুশ্চিন্তায় আছেন । শুধু রাজ্যেরই নয় বরং সমস্ত দেশের বহু ছাত্র-ছাত্রী ডাক্তারি পড়ার উদ্দেশ্যে এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতির জন্য উদ্বিগ্ন তাদের পরিবার পরিজন এবং বাবা-মায়েরা। এই সময় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় সরকারের যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল, সেই উদ্যোগ তারা নিচ্ছেন না। প্রধানমন্ত্রী নিজেও এই ধরনের পরিস্থিতি জেনেও উত্তরপ্রদেশে সহ বিভিন্ন রাজ্যের নির্বাচন নিয়ে ব্যস্ত । ইউক্রেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের স্পেশাল প্লেন এর মাধ্যমে দ্রুত দেশে ফেরানো টাই এখন প্রধানমন্ত্রীর ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল। কিন্তু সেটা করতে ব্যর্থ প্রধানমন্ত্রী। একটা ফোন করেই কর্তব্য ছেড়েছেন প্রধানমন্ত্রী, এটা দুর্ভাগ্যজনক। এ রাজ্যের সরকার মানুষের স্বার্থে পাশে আছে। যে কোনও প্রয়োজনে ইউক্রেনে থাকা নাগরিকদের ও তাদের পরিবারের পাশে আছে সরকার।’ 

 

Related Articles