Home সংবাদ ‘বুদ্ধদেব ভট্টাচার্যের মতো হিম্মত কারও নেই’, পুরস্কার প্রত্যাখ্যানের প্রসঙ্গে মন্তব্য সুজন এর

‘বুদ্ধদেব ভট্টাচার্যের মতো হিম্মত কারও নেই’, পুরস্কার প্রত্যাখ্যানের প্রসঙ্গে মন্তব্য সুজন এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন, পদ্ম পুরস্কারের বিষয়ে কিছু জানতেন না তিনি। তাঁর এই বিবৃতির পরই কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন,  ‘ভারতের রাজনীতির জন্য আরএসএস বিপজ্জনক। তাঁরা স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা পালন করেননি। বাংলার সংস্কৃতি বা মনন যাঁরা বোঝেন না, তাঁরা বুঝবেন না। যাঁরা বিভাজনের রাজনীতি নিয়ে চলেন, তাঁরা বুঝবেন না। জ্যোতি বসু ভারতরত্ন প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তিনি মানুষের মধ্যে থেকে কাজ করেছেন।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

বুদ্ধদেব ভট্টাচার্যের মতো হিম্মত কারও নেই।’ বামেরা দলের মতাদর্শ নিয়ে চলে বলে উল্লেখ করেছেন তিনি।তিনি বলেন,”দিলীপ ঘোষ কী বলছেন, তাতে বাংলার কিছু যায় আসে না। ওদের কাছে কমিউনিস্ট, মুসলমান এবং খ্রিস্টানই হল শত্রু।”

আরও পড়ুনঃ ‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন,সেই যন্ত্রণা থেকে আমাকে ডাকতে দেননি,’- শুভেন্দুশুভেন্দু

রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে পাল্টা সিপিএমকেই আক্রমণ শানিয়েছেন। বলেছেন, ‘‘কমিউনিস্টরা চিরদিন দেশের পরম্পরা-সংস্কৃতিকে অপমান করেছে।”

সুজন চক্রবর্তী বলেন, ‘‘এমনটা কোথাও বলা নেই, যে কোনও পুরস্কার নেওয়া যাবে না। কোনও সামাজিক সংগঠন পুরস্কার দিলে আমরা তা নিতে পারি। কিন্তু দেশের জন্য কাজ করে পুরস্কার নিতে হবে কেন? দেশের মানুষের জন্য কাজ করাই তো আমাদের দায়িত্ব, এতে পুরস্কারের কথা আসছে কোথা থেকে।’’

Topics

Buddhadeb Bhattcharya Sujan Chakraborty CPM  Left Front   Administration Kolkata

Related Articles

Leave a Comment