Home ভিডিও ‘বেসুরোদের নিয়েই একসুরে করতে হবে,’ বিক্ষুব্ধ প্রসঙ্গে নরম সুরে দিলীপ

‘বেসুরোদের নিয়েই একসুরে করতে হবে,’ বিক্ষুব্ধ প্রসঙ্গে নরম সুরে দিলীপ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রত্যাকে বছর ট্যাবল নিয়ে বির্তক হয়। কেনও সরকার আগে থেকে দিল্লির সঙ্গে কথা বলেনি। কেনও শুধু বির্তক হয়। এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,”টুইটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না।
নেতাজীর নাম নিয়ে কোনও রাজনীতি আমরা বিশ্বাস করি না।

আরও পড়ুনঃ তিন দিনের জন্য গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তিনি বলেন,”CAA নিয়ে আমিও চাই, এটা রাজ্যে লাগু হোক।মতুয়াদের নিয়ে আমরা চিন্তিত নই। মতুয়ারা আমাদের অনেক দিন থেকেই ভোট দিচ্ছে। বিজেপি CAA বিল পাশ করেছে। পরিস্থিতির কারণে এটা লাগু হচ্ছে না।”

 

রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন,” বোমা শিল্প এখন কুটির শিল্প থেকে বোমা শিল্পে পরিনত হয়েছে।”

আরও পড়ুনঃ ফেব্রুয়ারির দু’সপ্তাহের মধ্যেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে, নির্দেশ দিল শীর্ষ আদালত

ডাইমন্ড হারবার প্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেন,” আমার মেদনীপুর লোকসভা নির্বাচণে কোভিড টেস্ট করা হয়। যদি একটা লোকসভাতে হয়। তা হলে আমার লোকসভায় করা হোক।”তৃণমূলের ক্ষমতার এপি সেন্টার চলে যাচ্ছে বলেও কটাক্ষ করলেন তিনি।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমলো করোনা আক্রান্তের সংখ্যা, সঙ্গে কমল পরীক্ষার সংখ্যাও

শান্তনু বেসুরো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”
বেসুরদের নিয়েই একসুরে করতে হবে। সবাই কে নিয়ে বসে বিষয়টি মিটিয়ে নিতে হবে।”

Topics

Dilip Ghosh  BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment