Home ভিডিও মুখ্যমন্ত্রীর উদ্যোগে জমির দলিল পেলেন প্রায় ২ লক্ষ মানুষ

মুখ্যমন্ত্রীর উদ্যোগে জমির দলিল পেলেন প্রায় ২ লক্ষ মানুষ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে জমির দলিল পেলেন প্রায় ২ লক্ষ মানুষ। মতুয়ারাও জমির পাট্টা পাবেন, এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। তবে এদিনের সংক্ষিপ্ত ভাষণে তিনি ফের ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্ক করলেন। আধিকারিকদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, ”মানুষ বিভিন্ন কাজে প্রায়শয়ই ভূমি দপ্তরের দ্বারস্থ হন। আপনারা তাঁদের ফিরিয়ে না দিয়ে কাজটা করে দেবেন। কারও সঙ্গে দুর্ব্যবহার নয়, নিয়ম মেনে কাজ করবেন।” প্রসঙ্গত, এর আগে একাধিকবার ভূমি সংস্কার দপ্তর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘‌মানুষ বিভিন্ন কাজে প্রায়ই ভূমি দফতরের দ্বারস্থ হন। আপনারা তাঁদের ফিরিয়ে না দিয়ে কাজটা করে দেবেন। কারও সঙ্গে দুর্ব্যবহার নয়, নিয়ম মেনে কাজ করবেন। অনেক সংগ্রামের পর নিজের জমির অধিকার লাভ করেছেন উদ্বাস্তুরা। কলোনি থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না। কেন্দ্রীয় সরকারের জমি থেকে উচ্ছেদ করা যাবে না। বেসরকারি জমি থেকে উদ্বাস্তুদের উচ্ছেদ নয়। বাংলায় ২৬১ উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। এই নিয়ে আমরা একটি পৃথক আইন করেছি। বস্তিবাসীদের জমিও দখল করা যাবে না। বাংলায় সব উদ্বাস্তুরা নিজের জমি ও ঘর পাবেন। চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি।’‌

Topics

Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles