Home ভিডিও ‘মুখ্যমন্ত্রীর পদের গরিমা নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়,’ বিস্ফোরক শুভেন্দু

‘মুখ্যমন্ত্রীর পদের গরিমা নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়,’ বিস্ফোরক শুভেন্দু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যান। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ঢোকার মুখেই তাঁর কনভয় আটকে দেওয়া হয়। জোর করে তিনি বিকাশ ভবনে ঢুকতে গেলে তাঁর সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। সেখানে একাধিক বিজেপি বিধায়কও উপস্থিত ছিলেন। এর পর তাঁরা শ্লোগান দিতে দিতে রাস্তায় অবস্থানে বসে পড়েন।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

 

স্কুল খোলা নিয়ে আগেই রাজ্য সরকারকে কটাক্ষ করেছিলেন। এবার একেবারে আন্দোলনে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গী হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। শুভেন্দু আগেই বলেছিলেন, “এই রাজ্যে মদ দোকান, পার্লার, সেলুন দোকান খোলা। এখানে কোভিড দেখা যায় না। শুধু লোকাল ট্রেন আর স্কুলে কোভিড থাকে। এভাবে গোটা প্রজন্মের খুব ক্ষতি করছে।” এদিন শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে বিকাশ ভবনে যাওয়ার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু মাঝপথেই তাঁকে আটকে দেয় পুলিশ। এরপরেই অবস্থানে বসে পড়েন শুভেন্দু।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়

এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু জানান, “পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে এই তৃণমূল সরকার। ২০০ জনকে নিয়ে বিয়েবাড়ি চালানোর অনুমতি দিতে পারে আর ৩০ জনকে নিয়ে স্কুল খোলার অনুমতি দিতে পারে না?‌ মদের দোকান খোলা রয়েছে কিন্তু স্কুল খুলতেই যত সমস্যা?‌ মুখ্যমন্ত্রীর পদের গরিমা নষ্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’”একইসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা জানান, কালকেই তিনি স্কুল খোলার দাবিতে এথানে অবস্থান বিক্ষোভ করতে আসবেনপ্রতিদিনই । পারলে আসবেন। তিনি না এলেও বিজেপির প্রতিনিধি আসবেন। এরপরই রাজ্য সরকারকে নিশানা করেই শুভেন্দু হুঙ্কার ছেড়ে বলেন, “পৃথিবীটা গোল। সিপিএমকেও দেখেছি। এবার তৃণমূলকেও দেখব।”

শুভেন্দু বলেন, ‘‘আমরা সচিবের কাছে জানতে এসেছিলাম, স্কুল কবে খুলবে তার দিন ক্ষণ জানাতে। কিন্তু পুলিশ আমাদের ঢুকতে দিল না। মোবাইল না থাকায় ছাত্রছাত্রীরা পড়াশুনা করতে পারছে না। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় স্কুল কী, তা ভুলতে বসেছে পডুয়ারা।’’ তিনি আরও বলেন, ‘‘শিক্ষাকে দলতন্ত্র পরিণত করেছে এই সরকার। যত দিন না স্কুল খুলছে, তত দিন একজন করে বিধায়ক বিকাশ ভবনের সামনে অবস্থানে বসবেন।’’ বিক্ষোভস্থলে কিছু ক্ষণ থাকার পর ফিরে যান তিনি।

Topics

Suvendu Adhikary BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment