Home ভিডিও ‘যদি পরিস্থিতি এরকম হয় তাহলে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত,’ মন্তব্য দিলীপের

‘যদি পরিস্থিতি এরকম হয় তাহলে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত,’ মন্তব্য দিলীপের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ইকোনোমিকে বাঁচাতে গিয়ে ওখান থেকে যদি বেশি সংক্রমন হয় তাহলে চিন্তার ব্যাপার। রাজ্যে করোনার বাড়বাড়ন্ত পরিস্থিতি নিয়ে এই প্রতিক্রিয়ায় দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন,”সরকার তো তার মতো করে করবে। এটা ঠিক যে ইকোনোমিকে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু ইকোনোমিকে বাঁচাতে গিয়ে ওখান থেকে যদি বেশি সংক্রমন হয় তাহলে চিন্তার ব্যাপার। এখন এক সপ্তাহ অবজারভেশন থাকবে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে। বড়দিন বা নববর্ষকে কেন্দ্র করে যেধরনের ভিড় হয়েছে সব জায়গায় এটা একটা ভয়ের কারন কিন্তু বিশেষজ্ঞরা ভাববেন কি করা উচিত।”

আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস

করোনা আবহে আসন্ন পুরভোট করা নিয়ে দিলীপ ঘোষ বলেন,”যখন বিধানসভা নির্বাচন চলছিল তখন পশ্চিমবাংলায় কোভিড বাড়েনি। মহারাষ্ট্র দিল্লিতে কোভিড বাড়ছিল আর নির্বাচন এখানে হচ্ছিল। তখন চেঁচামেচি হচ্ছিল বন্ধ করে দাও তখন টিএমসি ভাবছিল হেরে যাব। যখন ২০%-৩০% বুথে ভোট তখন এখানকার সরকার একসঙ্গে করতে পারছে না। কারন ভোটটা লুট হবে তাই একটা একটা পৌরসভা করছে। কেন একসঙ্গে করল না তাহলে টেনশন থাকত না। ১০-১৫ দিনে যদি আরও কোভিড বাড়ে তাহলে ভোট সম্ভব কি হবে জানিনা। আর যে ১১৫ টা বাকি আছে সেগুলো জলের মধ্যে পড়ে যাবে। আমরা চেয়েছিলাম সমস্ত নির্বাচন একসঙ্গে হোক। কিন্তু রাজনৈতিক লাভ নেওয়া হচ্ছে। যদি পরিস্থিতি এরকম হয় তাহলে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত।”

আরও পড়ুন : সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লাইফ লাইন লোকাল ট্রেন,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

অভিষেক এর ত্রিপুরায় মন্দিরে পুজো দেওয়া ও কর্মীর বাড়িতে খাওয়া দাওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,” বিজেপিকে ফলো করছে। মন্দিরে যাওয়ার পরম্পরা কার বিজেপির। ওরা মনে করছে এটা করা উচিত। এতদিন মসজিদে হচ্ছিল না তাই শুরু করেছে। আমরা জেলাকে ছোট করেছি বিজেপিকে ফলো করে ওরাও তাই করেছে। কর্মীদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আমরা শুরু করেছি ওরাও করা শুরু করেছে। আমাদের চিরদিনই কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া করা হয় তাতে খরচাও কমে সম্পর্কও বাড়ে। এটা আমাদের সংস্কারের মধ্যে আছে। এটা ভারতীয় পরম্পরা আছে অতিথিকে স্বাগত করা। সেটা যেন রাজনৈতিক কাজের জন্য যেন ব্যবহার করা না হয়।”

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রীর কর্মসুচি দুয়ারে সরকারের নামে দুয়ারের সংকট, সন্ত্রাস ও সর্বনাশের পরিকল্পনা করছিল,’ সুজন চক্রবর্তীর কটাক্ষ

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন,”এটা সরকারের হাতে নাই। যতক্ষন না বিশেষজ্ঞরা ওকে করবেন ততক্ষন বাচ্চাদের টিকা দেওয়া সম্ভব নয়। এটা সেনসেটিভ ম্যাটার। বিভিন্ন উন্নত দেশে শুরু হয়েছে। বাচ্চাদের টিকা দেওয়া নিয়ে এখনও দ্বিমত আছে।”

Topics

Dilip Ghosh  BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment