Home সংবাদ শুভেন্দু অধিকারী তৃণমূলের ফিরতে চাইছেন, দাবি কুণাল ঘোষের

শুভেন্দু অধিকারী তৃণমূলের ফিরতে চাইছেন, দাবি কুণাল ঘোষের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শুভেন্দু আবারও তৃণমূলে ফিরতে চাইছেন বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘শুভেন্দু তৃণমূল কংগ্রেসে ফিরে আসতে চান বলে আমাদের কাছে খবর আছে।’ বুধবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন কুণাল ঘোষ । তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু যে সব মন্তব্য করেছেন, তার পিছনে বিশেষ উদ্দেশ্য আছে বলেও উল্লেখ করেন তৃণমূল নেতা। পুরভোটে অধিকারী পরিবারের কোনও সদস্যকে টিকিট দেয়নি বিজেপি। সেই কারণেই শুভেন্দু পুরনো দলে ফিরতে চাইছেন বলে দাবি তাঁর।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

কুণাল ঘোষ বলেন, ‘কাঁথিতে অধিকারী পরিবারের কাউকে টিকিটই দেয়নি বিজেপি। এত নাকি রত্ন, এত নাকি ভালো কাজ করেছে, অথচ টিকিটই দেয়নি। কারণ অধিকারী প্রাইভেট লিমিটেডের সদস্য দলের সাধারণ সম্পাদকের পদ নেওয়াতেও জেলায় ব্যাপক বিক্ষোভ হয়েছে।’

কুণাল বলেন, ‘এবার দমবন্ধ লাগতে শুরু করেছে। তাই তৃণমূলে ফেরার চেষ্টা করছেন। এখন কিছু কথা বলে দৃষ্টি আকর্ষণ করতে হবে শুভেন্দুকে।’ কুণালের ব্যাখ্যা, তৃণমূলে থাকতে শুভেন্দু ওই এলাকায় যা বলেছেন, তাই হয়েছে। এখন বিজেপিতে গিয়ে সেটা হচ্ছে না। তাই পরিবারের সম্মানের কথা ভেবেই নাকি ফিরতে চাইছেন শুভেন্দু। কুণাল বলেন, ‘দরজা- জানালায় টোকা মারার কাজটা শুরু হয়েছে।’
কুণাল ঘোষ স্পষ্ট বলেন, ‘বিজেপিতে কোনও ভবিষ্যৎ নেই সেটা শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছেন।’ বাবা সাংসদ মন্ত্রী, এক ছেলে বিধায়ক, আর এক ছেলে সাংসদ, আর এক ছেলে পৌরপিতা, তৃণমূল অধিকারী পরিবারকে সব দিয়েছিল বলেও দাবি করেন তিনি। টিকিট না দিয়ে অধিকারী পরিবারকে বড় ধাক্কা দেওয়া হয়েছে বলে মন্তব্য কুণালের। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে, কোনও উত্তর দিতে চাননি শুভেন্দু অধিকারী।

Topics

Suvendu Adhikary BJP TMC  Administration Kolkata

Related Articles