Home ভিডিও সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মদন মিত্র

সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মদন মিত্র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:গুরুতর অসুস্থ কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায় । গ্রিন করিডোর এর ব্যবস্থা করে তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে । তাকে দেখতে হাসপাতালে পৌঁছান মদন মিত্র।
দিন কয়েক আগেই বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ ছিলেন ৯০ বছর বয়সী প্রবাদপ্রতীম গায়িকা। এরমাঝেই কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লি থেকে পদ্ম পুরস্কারের জন্য ফোন আসে। এমনিতে কারও সঙ্গে ফোনে তেমনটা কথা বলার অভ্যেস আর নেই গায়িকার। তবে সেদিন কেন্দ্রীয় সরকারের তরফে ফোন পেয়েই কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলেছিলেন। দায়সারাভাবে পদ্মশ্রী প্রস্তাব আসতেই হতভম্ব হয়ে যায় সন্ধ্যাদেবী। তৎক্ষণাৎ পত্রপাঠ সেই পদ্মশ্রী প্রত্যাখ্যান করে দেন। কাঁপা গলায় হিন্দিতেই জানান, “আমার মন চাইছে না।”

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

প্রসঙ্গত, সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তী একজন গায়িকাকে এমন বয়সে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার প্রস্তাবের বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন। এদিন সন্ধ্যা মুখোপাধ্যায় কে হাসপাতালে দেখতে এসে মদন মিত্র সংবাদমাধ্যমকে বলেন , “এই ঘটনার পরেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোন ক্ষতি হলে বাংলার মানুষ তার জন্য কেন্দ্র কে দায়ী করবে এবং এই ঘটনার জন্য কেন্দ্রকে কোনদিনও ক্ষমা করতে পারবেনা বাঙালি ।”

আরও পড়ুনঃ ‘কমিউনিস্টরা কাঁকড়ার মত,’ কটাক্ষ দিলীপের

মোদী সরকারে এহেন সিদ্ধান্তে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কবীর সুমনও। এমনকী, বাংলার শিল্পমহলও সুর উঁচিয়েছিলেন, যে এতদিন কেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো সংগীতজগতের এই টলস্তয়কে পদ্ম পুরস্কার দেওয়া হয়নি? এমনকী কবীর সুমন তো এও প্রশ্ন তুলেছেন যে, কলকাতারই দুই সংগীতজ্ঞ অজয় চক্রবর্তী, রশিদ খানকে উচ্চতর পদ্ম সম্মান দেওয়া হলে সন্ধ্যা মুখোপাধ্যায়কে কেন পদ্মশ্রী প্রস্তাব? গত ২ দিন ধরেই এমন বিতর্কে যখন বাংলায় ঝড় উঠেছে, তার মাঝেই বৃহস্পতিবার বেলা গড়াতেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থ হওয়ার খবর এল।

Topics

Sandhya Mukherjee  Madan Mitra  SSKM Hospital Health  Kolkata

Related Articles

Leave a Comment