Home ভিডিও ‘সরকারের অঙ্গুলিহেলনেই চলছে‌ নির্বাচন কমিশন,’ কমিশনকে নিশানা দিলীপ ঘোষের

‘সরকারের অঙ্গুলিহেলনেই চলছে‌ নির্বাচন কমিশন,’ কমিশনকে নিশানা দিলীপ ঘোষের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যপাল যেহেতু ডেকে পাঠিয়েছিলেন, তাই তাঁর সম্মানরক্ষার্থে এই দুটো জায়গায় ভোট হচ্ছে। নয়তো সেটাও করার ইচ্ছা ছিল না।’ পুরভোট পর্বে ২ টি কেন্দ্রে ভোট নিয়ে এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। একধাপ এগিয়ে তিনি তৃণমূলের দিকে কটাক্ষ বাণ নিক্ষেপ করে বলেন, ‘ওরা বিরোধী শূন্য রাজনীতি পছন্দ করে, পঞ্চায়েতেও তাই করেছিল। পুলিশ ও নির্বাচন কমিশন সাহায্য করেছে।’ এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন,’সরকারের অঙ্গুলিহেলনেই চলছে‌ নির্বাচন কমিশন।’

বিরোধীদের হত্যা করার অভিযোগও তুললেন দিলীপ। কোনও মানুষ সুবিচার পাচ্ছেন না, দাবি দিলীপের। মোদীর হাত ধরে দেশের শক্তি বেড়েছে, বললেন দিলীপ। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফর যাচ্ছেন দিলীপ ঘোষ। এই নিয়ে তিনি বলেন, প্রথমে ইতালি, তারপর ওখান থেকে জামাইকা, ভিনসেন্ট আইল্যান্ড, সার্বিয়া যাচ্ছি। সৌজন্যমূলক সম্পর্কের জন্য যাওয়া, রাষ্ট্রপতির সাথে বিদেশ সফরে। আগেও গিয়েছিলাম আফ্রিকাতে রাষ্ট্রপতির সঙ্গে, বললেন তিনি।

সোমবার বিজেপির ডাকা বনধ প্রসঙ্গে এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, নৈতিকভাবে বিজেপি সমর্থন করেনা বনধকে। তবে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির দিকে তাকিয়ে বিজেপি বনধ ডাকতে বাধ্য হয়েছে বলে জানান তিনি। দিলীপ ঘোষ বলেন,’কলকাতা সংলগ্ন অঞ্চলে বনধ সফল হয়নি। আমরা গায়ের জোরে বনধ করিনি। বাস জ্বালানো হয়নি, ট্রেন আটকানো হয়নি। বাম আমলে তৃণমূল এভাবে বনধ করত।’

Topics

Dilip Ghosh  BJP TMC  Administration Kolkata

Related Articles