Home ভিডিও ‘হাথরাস কিংবা সিঙ্গুর কোন ঘটনায় সিবিআই বিচার পেয়েছে মানুষ?,’ মন্তব্য মমতার

‘হাথরাস কিংবা সিঙ্গুর কোন ঘটনায় সিবিআই বিচার পেয়েছে মানুষ?,’ মন্তব্য মমতার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আনিসকান্ডে নবান্নে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গতকালের মহাকরণ অভিযানের কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘রাজনৈতিক কারণে কেউ কেউ অতিরিক্ত করে ফেলেছেন। আন্দোলন করার অধিকার আছে। এক জায়গায় বসে আন্দোলন করুন। মানুষকে বিপদে ফেলবেন না। কেউ হাসপাতালে যাবে, কেউ কলেজে যাবে। তাও রাস্তা অবরোধ করা হয়েছে। মানুষ অসুবিধেয় পড়েছে। এই কালচার সহ্য করা হবে না। অনেক হয়েছে। ৩০ বছর এই কালচার দেখে অভ্যস্ত হয়ে গেছি।’

 

বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, আমতার ঘটনায়
এখনও পর্যন্ত পুলিশের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “আমতায় তদন্ত প্রক্রিয়া সবে শুরু হয়েছে। এখনও আমরা জানি না আসল ঘটনা কী। দ্বিতীয়বার পুলিশ গিয়েছিল ময়নাতদন্তের জন্য, তাঁদের অনুমতি দেয়নি। তাঁদের বাধা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও অভিযোগের ভিত্তিতে পুলিশের দু’জনকে গ্রেফতার করেছে।”

তিনি বলেন, “জানি না সে আদৌ দোষী প্রমাণিত হবে কি না। আইন আইনের পথে চলবে। তদন্ত প্রক্রিয়াও নিজের মতো চলবে।” যে দু’জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে একজন কাশীনাথ বেরা (হোম গার্ড) এবং অন্যজন প্রীতম ভট্টাচার্য (সিভিক ভলেন্টিয়ার)। পুলিশের তরফে জানানো হয়েছে, “যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আগামী ১৫ দিনের মধ্যে ঘটনা সকলের সামনে তুলে ধরব।”

এদিন মমতা বলেন, পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করছে। আমি এর মধ্যে ঢুকে কোনও প্রভাব খাটাতে চাই না। তবে আনিসের পরিবারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, কড়া ভাবেই পুলিশ এগোচ্ছে। ফলে সবরকম ভাবে পুলিশকে কাজ করার বার্তা দেন তিনি।
তবে রাজ্য সরকারকে যেন কেউ দুর্বল না ভাবে সে বিষয়েও সবাইকে কড়া বার্তা দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এই ঘটনায় যে ভাবে রাস্তায় নেমে প্রতিবাদ চলছে তা সমাজের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে জানান তিনি।

বলেন, আন্দোলন করলে, অবরোধ হলে রাস্তা বন্ধ থাকছে। মঙ্গলবার দীর্ঘক্ষণ রাস্তা আটকে রাখা হয়। যান চলাচল ব্যাহত হচ্ছে। এমন হলে বাইরে থেকে শিল্প আসবে কী করে। কলকাতায় বারবার বিক্ষোভ হয়। এটা বন্ধ হওয়া দরকার। গত ৩০ বছরে যা হয়েছে তা আর হবে না বলে দাবি মুখ্যমন্ত্রীর। নাম না করে বিরোধী শিবিরকেও আক্রমণ শানান মমতা।
পাশাপাশি সিবিআই তদন্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, হাথরাস কিংবা সিঙ্গুর কোন ঘটনায় সিবিআই বিচার পেয়েছে মানুষ? কাকে গ্রেফতার করেছে? কার্যত কেন্দ্রীয় তদন্তের প্রক্তিয়া নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি।

 

Topics

Mamata Banerjee Anish Khan SIT Administration Kolkata

Related Articles