Home খেলাধুলাক্রিকেট এবার সিডনির নায়কও মাঠের বাইরে, হনুমা বিহারি অনিশ্চিত ইংল্যান্ড সিরিজেও

এবার সিডনির নায়কও মাঠের বাইরে, হনুমা বিহারি অনিশ্চিত ইংল্যান্ড সিরিজেও

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চম দিনে দুর্দান্ত পারফরম্যান্স করে সিডনি টেস্ট ড্র করার কয়েক ঘণ্টার মধ্যে জোর ধাক্কা ভারতীয় দলে। সিডনি টেস্টের অন্যতম নায়ক হনুমা বিহারি ব্রিসবেনে চতুর্থ ও শেষ টেস্টে খেলতে পারবেন না। শুধু তাই নয়, এরপর ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও অনিশ্চিত হনুমা। আগেই বিসিসিআই সরকারিভাবে জানিয়ে দিয়েছে, আঙ্গুলে চিড় ধরা রবীন্দ্র জাদেজাকে শেষ টেস্টে পাওয়া যাবে না। ভারতীয় অলরাউন্ডারের সুস্থ হতে ৪-৬ সপ্তাহ লাগবে।

সোমবার ম্যাচের পর স্ক্যান করার জন্য হনুমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট এখনও না এলেও সংবাদ সংস্থা পিটিআই ভারতীয় বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, হনুমার পক্ষে শেষ টেস্ট তো বটেই, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজেও হনুমা বিহারি অনিশ্চিত হয়ে পড়তে পারেন। জানা যাচ্ছে, হনুমার হ্যামস্ট্রিংয়ের কী অবস্থা, সেটা জানা যায়নি। যদি গ্রেড ওয়ান টিয়ারও হয়, অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তারপর একটা নির্দিষ্ট সময়ের রিহ্যাব পর্ব চলবে। তাই শুধু ব্রিসবেন টেস্টেই নয়, ইংল্যান্ড সিরিজেও হনুমাকে পাওয়া যাবে কিনা সন্দেহ।

হনুমার বদলি হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের হাতে মাত্র দুজন আছেন। একজন ঋদ্ধিমান সাহা, দ্বিতীয়জন মায়াঙ্ক আগরওয়াল। ঋদ্ধিকে উইকেটকিপার হিসেবে খেলিয়ে ঋষভ পন্তকে ব্যাটসম্যান হিসেবে খেলানো যেতে পারে। না হলে মায়াঙ্ককে মিডল অর্ডারে হনুমার জায়গায় খেলানো যেতে পারে। পৃথ্বী শ দলে থাকলেও তিনি এতটাই খারাপ ফর্মে আছেন, তাঁকে ব্রিসবেনের দ্রুত গতির উইকেটে ফের দলে সুযোগ দেওয়ার ঝুঁকি নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে।

জাদেজার জায়গায় খেলতে পারেন গব্বার পেস সহায়ক উইকেটে বাড়তি একজন পেসার খেলতে পারে। সেটা সম্ভবত শার্দূল ঠাকুর। জোরে বোলার হিসেবে নটরাজনের বদলে তিনিই প্রথম দলে ঢোকার ব্যাপারে এগিয়ে রয়েছেন। কারণ, নটরাজনের থেকে শার্দুলের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা বেশি। ব্যাটের হাতও নটরাজনের থেকে ভাল।

Related Articles

Leave a Comment