Home সংবাদসিটি টকস নিজের ভাইয়ের প্রতি কেন অফেন্ডেড হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জেনে নিন

নিজের ভাইয়ের প্রতি কেন অফেন্ডেড হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? জেনে নিন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী। করোনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ জন ড্রাইভারেরও।  তবে বউ করোনায় আক্রান্ত হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। কার্যত ভাইকে বকা দিয়ে গৃহবন্দি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুনঃ ’পার্টির নিয়মনীতি মেনে চলা উচিত’‌, হিরণময় কে কটাক্ষের সুরে বললেন দিলীপ

বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বললেন,”ভাইয়ের বউয়ের করোনা হয়েছে। তা সত্ত্বেও বাবুন বাইরে ঘুরে বেড়াচ্ছিল। আমি এটা পছন্দ করছি না। আমি খুব অফেন্ডেড এটা নিয়ে।’ ছোট ভাইয়ের উদ্দেশে ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্য়ায় সাফ জানান, “আমি ওকে বারণ করেছি। বলে দিয়েছি, আর বেরবে না। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার বাড়িতে একজনের করোনা হয়েছে। আর আমি ঘুরে বেড়াব, এটা হতে পারে না। বাড়ির কারও হলে সবাইকে আইসোলেশনে থাকা উচিত।”

আরও পড়ুনঃ ‘জ্বরে ভয় পাবেন না, খাওয়া দাওয়া ভাল করে করুন,’ পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই পরিস্থিতিতে শুক্রবার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনেও তিনি ভার্চুয়ালি অংশ নেবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, “কাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমারও একটা ভিডিও কনফারেন্স রয়েছে। সেটা আমি কালীঘাটের বাড়ি থেকেই করব।” উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে সশরীরে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মানসুখ মান্ডব্য।

Topics

Mamata Banerjee  Covid19  Vaccine Health Kolkata

Related Articles

Leave a Comment