Home সংবাদ বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধের বিরোধিতা করে নোটিশ জারি করল রাজ্য সরকার

বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধের বিরোধিতা করে নোটিশ জারি করল রাজ্য সরকার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বিজেপির বনধের ডাক এর বিরোধিতা করে এবার নোটিশ জারি করল রাজ্য সরকার । এই নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সোমবার স্বাভাবিকভাবেই স্কুল, কলেজ, সরকারি এবং বেসরকারি অফিস খোলা থাকবে। এই নোটিশে উল্লেখ করা হয় রাজ্য সরকার জনজীবন স্তব্ধ করে কোন বনধকে সমর্থন করে না । এই নোটিশে উল্লেখ করা হয়েছে এ দিন কোন সরকারি কর্মচারী যদি বন্ধের নামে অনুপস্থিত থাকে তাহলে এ দিনের জন্য তার ছুটি গ্রাহ্য করা হবে না । এ দিনে অনুপস্থিত থাকলে এক দিনের মাইনে কাটা কথা উল্লেখ করা হয়েছে এই সরকার বিজ্ঞপ্তিতে।

সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি পুরভোটের অশান্তির অভিযোগ তুলে তার প্রতিবাদ জানাতেই রাজ্যজুড়ে এই বন্ধের ডাক বলে জানিয়েছে গেরুয়া শিবির।

Topics

SEC BJP  TMC  Administration Kolkata

Related Articles