কলকাতা টুডে ব্যুরো:সদ্য বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে আসা সব্যসাচী দত্ত, একে অপরকে কোলাকুলি করতেই জল্পনা শুরু বিভিন্ন মহলে।শুধুই কি সৌজন্য না তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে সচেতন কোনও বার্তা? এই প্রশ্ন উঠে এল।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিধাননগরের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে যান জয়প্রকাশ মজমদার । সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত । আবার সেইসঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী দেবাশিষ জানাও। সব্যসাচী দত্তের ঠিক উল্টোদিকেই দাঁড়িয়েছিলেন দেবাশিষ জানা। এখন জয়প্রকাশ মজুমদার ভোট দিয়ে বেরনোর পরই, প্রথম সব্যসাচী দত্তের সঙ্গে মুখোমুখি হন। তাঁর সঙ্গে কোলাকুলি করেন। তারপর দেবাশিষ জানার সঙ্গে হ্যান্ডশেক করেন। বলা বাহুল্য কোলাকুলির মধ্যে যে হৃদ্যতা রয়েছে, তার সঙ্গে হ্যান্ডশেকের হৃদ্যতার স্বাভাবিকভাবেই তফাত রয়েছে বলেই মনে করছেন অনেকে। এই নিয়ে জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দুজনেই আমার সহকর্মী। রাজনৈতিক বৈরিতা কারও সঙ্গে থাকতেই পারে, কিন্তু তাই বলে কেউ কারও শত্রু নয়। রাজনীতি তো রাজনীতির ময়দানে। প্রতিপক্ষ অনেক হয়। কিন্তু তাই বলে শত্রুতা কারোও সাথে হয় না।”
Topics
Sabyasachi Dutta BJP TMC Administration Kolkata