কলকাতা টুডে ব্যুরো: বড়সড় সাফল্য বীরভূম জেলা পুলিশের। খয়রাশোল থানার দহল গ্রামের একটা অবৈধ কয়লা ডিপোর হদিশ মিলল। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ৮০ মেট্রিক টন অবৈধভাবে মজুত করা কয়লা উদ্ধার করল খয়রাশোল থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অবৈধ কয়লা ডিপোর মালিক ফরিদ খানকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি অবৈধ ভাবে ডিপো করে কয়লা পাচার করছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের কাছে খবর আসতেই পুলিশ নজরে রেখেছিল তাঁকে। মঙ্গলবার সন্ধ্যায় দুবরাজপুরে সিআই মাধবচন্দ্র মণ্ডল ও খয়রাশোল থানার ওসি সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ ফোর্স নিয়ে আচমক দহল গ্রামে অবৈধ কয়লা ডিপোয় হানা দেয় এবং সেখান থেকেই ৮০ মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ফরিদ খানকে। তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হবে।
Topics
Birbhum Coal Scam Mining Administration Kolkata