Home সংবাদসিটি টকস সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার রাতে নিজেই জানালেন সেই খবর। প্রিয়াঙ্কা মত, এই বিষয়ে এখনই বেশি কিছু জানাতে চান না তাঁরা। তাঁরা চাইছেন, তাদের গোপনীয়তার সম্মান রাখা হোক।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

বিচ্ছেদের জল্পনায় পাকাপাকি দাড়ি টানলেন প্রিয়ঙ্কা। নিন্দকদের মুখ বন্ধ করে খুশির খবর শোনালেন নিক জোনাস, প্রিয়ঙ্কা চোপড়া।

সবার আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। একই সঙ্গে অনুরোধ, আপাতত তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখানো যেন বন্ধ করেন সবাই। সুস্থ, সুন্দর সন্তান আসুক তাঁদের দাম্পত্যে। এটাই আপাতত নিয়ঙ্কার ইচ্ছে।

 

Topics

Surrogacy Priyanka Chopra  Nick Janas Bollywood Celebrity Entertainment Kolkata

Related Articles

Leave a Comment