কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে টলি তারকাদের মধ্যে হিড়িক পড়েছে পালা করে তৃণমূল বা বিজেপিতে যোগ দেওয়ার।
এই ঘটনাতেই নয়া মাত্রা যোগ হল সোমবার রাতে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের ডাকে সাড়া দিতে এদিন শহরের এক পাঁচতারা হোটেলে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অনুষ্ঠানে যোগ দিলেন টলিউডের একঝাঁক তারকা।
আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, চূর্ণী গঙ্গোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীল, অনিক ধড়, প্রযোজক মহেন্দ্র সোনি, নিসপাল রানে প্রমুখ ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে সোমবার রাতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে টলি তারকাদের যে বৈঠক হয়, তাতে কেন্দ্রের একটি বড় সিদ্ধান্তের খবর সামনে আসছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্ৰী প্রকাশ জাভরেকর শিল্পীদের বলেছেন, সরকার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নামে জাতীয় পুরস্কার চালুর সিদ্ধান্ত নিয়েছে। দাদাসাহেব ফালকে পুরস্কার যে সময়ে দেওয়া হয়, সেই সময়েই প্রদান করা হবে সত্যজিৎ সম্মান।
তারকাদের উপস্থিতিতে সত্যজিৎ রায় কার্ড ফেলেই ভোটের আগে নয়া চমক মোদী-সরকারের। তারপরেও নতুন জল্পনা ভারতীয় রাজনীতির অন্দরে। আর কী আলোচনা হল বৈঠকে? অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এখানে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আসিনি। সিনেমার জন্য এসেছি।’ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও বললেন একই কথা।