Home সর্বশেষ সংবাদ দুই বাহিনীতে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ, টুইট স্বরাষ্ট্রমন্ত্রকের

দুই বাহিনীতে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ, টুইট স্বরাষ্ট্রমন্ত্রকের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ দেশ। বিহার সহ বিভিন্ন রাজ্যে হিংসাত্মক বিক্ষোভের জেরে অগ্নিপথ প্রকল্পের নিয়ম আরও শিথিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে বলা হয়েছে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। আপাতত কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে এই সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এরই সঙ্গে বাড়ানো হবে নিয়োগের ঊর্ধ্বসীমাও।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের একটি ট্যুইটের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। “স্বরাষ্ট্র মন্ত্রক সিএপিএফ এবং অসম রাইফেলে অগ্নিবীরদের নিয়োগের জন্য ১০% শূন্যপদ সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে,” বলা হয়েছে ওই ট্যুইটে।

আরও পড়ুনঃ’কৃষি আইন বাতিল করে নিয়েছে অগ্নিপথ প্রকল্পকেও তাঁদের বন্ধ করতে হবে,’টুইট রাহুল গান্ধীর

 

 

দ্বিতীয় একটি ট্যুইটে, স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়োগকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করার ঘোষণাও করেছে। যদিও সিএপিএফ এবং অসম রাইফেলসে নিয়োগ হতে ইচ্ছুক অগ্নিবীরদের জন্য নির্ধারিত বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় ঘোষণা করা হলেও, প্রথম ব্যাচের জন্য, বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমাকে বাড়িয়ে পাঁচ বছর করা হবে বলেও জানিয়েছে মন্ত্রক।

Related Articles

Leave a Comment