Home রাজনৈতিক দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়-এর

দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়-এর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:SSC মামলায় ফের নিজাম প্য়ালেসে পার্থ চট্টোপাধ্যায়। দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন CBI আধিকারিকরা। প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।

 

 

পার্থ চট্টোপাধ্যায়ের লিখিত বয়ান নেয় সিবিআই। রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা কীভাবে চাকরি পেলেন, সে সংক্রান্ত তথ্য তাঁর কাছ থেকে জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, কিছুই জানেন না বলেই দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মন্ত্রীর দাবি মানতে নারাজ সিবিআই। একজন মন্ত্রী হওয়া সত্ত্বেও কীভাবে অঙ্কিতার চাকরি সম্পর্কে কিছুই জানতে পারলেন না পার্থ চট্টোপাধ্যায়, সে সম্পর্কে ধোঁয়াশায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

আরও পরুনঃ Virat জ্বরে আক্রান্ত অনুগামীরা

 

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার আবেদনপত্র ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। আবেদনপত্রে একাধিক ত্রুটি থাকায় সেই আবেদনপত্র বাতিল হয়ে যায়। ফলে এখনই পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি হচ্ছে না। তবে ত্রুটি সংশোধন করে ফের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতিতে সিবিআইকে তদন্তের ভার দেয় কলকাতা হাইকোর্ট।

Related Articles

Leave a Comment