কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার বিজেপির নবান্ন চলো কর্মসূচি ঘিরে অশান্তির গনগনে আঁচ ছড়িয়ে পড়েছিল গঙ্গার দুপাড়েই । সেখানে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ান পুলিশ ও বিজেপি কর্মীরা। পুলিশ লক্ষ্য করে ইট ছোড়েন বিজেপি কর্মীরা। এই অশান্তির মাঝেই এমজি রোডে মাথা ফাটে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তাকে দেখতে আসেন বিজেপির সুকান্ত মজুমদার। তার সাথে ছিলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পল।
হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দুর ডোন্ট টাচ মি প্রসঙ্গে তিনি জানান, ” একজন মহিলার গায়ে অনুমতি ছাড়া পুরুষ হাত দিলে যেমন শ্রীলতাহানি হয়। তেমনি একজন পুরুষেরও শ্রীলতা আছে। তাকে কোনো মহিলা তার পার্মিসন ছাড়া হাত দিতে পারে না। কলকাতা পুলিশ, বিশেষ করে এই আকাশ মাগাড়িয়া DC সাউথ নতুন স্ট্রাটেজি নিয়েছে যেহেতু আমাদের CISF সিকিউরিটি আছে তাই তাদের নিরস্ত্র করার জন্য মহিলাদের এগিয়ে দিয়েছে। এটা অত্যন্ত ঘৃণ্য চক্রান্ত।”
মঙ্গলবার বিজেপির নবান্ন চলো অশান্তির মাঝেই এমজি রোডে মাথা ফাটে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। বুধবার তাকে দেখতে আসেন বিজেপির সুকান্ত মজুমদার ও অগ্নিমিত্রা পাল। pic.twitter.com/eC6sSl9CMr
— Kolkatatoday (@KolkatatodayCom) September 14, 2022
তিনি আরো বলেন, “আমি যখন বেরিয়ারে উঠেছিলাম তখন একজন পুলিশও আমার সঙ্গে কথা বলার সৌজন্যতা দেখায় নি। রাজ্যের সভাপতি তার সঙ্গে যদি কথা না বলে। উল্টে জলকামান চালানো হল প্রথম আঘাত রাজ্য সভাপতিকে করা হল। কোন কর্মী সমর্থক এটা মেনে নেবে? আমাদের কর্মীরা অনেক বেশি নিয়ন্ত্রণ দেখিয়েছে। আর ওই গাড়ী ভাঙা পর্যন্ত আমাদের কর্মীরা ছিল। আর ওই গাড়ি জ্বালানোর কাজ টা যারা বিজেপিকে ঢিল মারছিল তারা করেছে।”
Topics
Nabanna Meena Devi Purohit Sukanta Majumdar BJP TMC Administration Kolkata